For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যামাজন থেকে কেনা রাসায়নিকে পুলওয়ামার হামলার বোমা তৈরি, ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য

২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বিধ্বংসী হামলার জন্য অ্যামাজন থেকে কেনা হয়েছিল রাসায়নিক। এমনই তথ্য জানতে পেরেছে এনআইএ।

Google Oneindia Bengali News

২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বিধ্বংসী হামলার জন্য অ্যামাজন থেকে কেনা হয়েছিল রাসায়নিক। এমনই তথ্য জানতে পেরেছে এনআইএ। পুলওয়ামা হামলায় জড়িত আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করেই এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন এনআইএ-র তদন্তকারীরা।

পুলওয়ামা হামলায় ধৃত ২

পুলওয়ামা হামলায় ধৃত ২

পুলওয়ামা হামলা নিয়ে প্রকাশ্যে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেফতার করেছে এনআইএ। ওয়াইজ ইল ইসলাম(১৯) এবং মহম্মদ আব্বা, রাথার(৩২)। পুলওয়ামা থেকেই তাদের গ্রেফতার করা হয়। এই নিয়ে পাঁচ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হল।

অ্যামাজন থেকে বিস্ফোরক কেনা

অ্যামাজন থেকে বিস্ফোরক কেনা

ধৃত ওয়াইজ ও মহম্মদকে জেরা করে এনআইএ-র তদন্তকারীরা জানতে পেরেছেন চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। জৈশ জঙ্গিদের বিস্ফোরক তৈরির জন্য অ্যামাজন থেকে অনলাইনে কেনা হয়েিছল রাসায়নিক। সেই রাসায়নিক দিয়েই আইইডি তৈরি হয়েছিল। রাসায়নিক এবং ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম অনলাইনে অ্যামাজন থেকে কিনে জইশ জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছিলেন ওয়াইজ। ২০১৮ সালের এপ্রিম-মে মাসে বিস্ফোরক তৈরির জন্য কাশ্মীরে এসেছিল জৈশ জঙ্গি মহম্মদ উমর। ওয়াইজের বাড়িতেই আশ্রয় নিয়েছিল সেই জইশ জঙ্গি।

 জইশ জঙ্গিদের আশ্রয় দিয়েছিল মহম্মদও

জইশ জঙ্গিদের আশ্রয় দিয়েছিল মহম্মদও

তদন্তকারীরা জানতে পেরেছেন পুলওমায় হামলা চালানোর জন্য একাধিক জইশ জঙ্গিেক নিজের বাড়িতে আশ্রয় দিয়েিছল মহম্মদ। এমনকী আত্মঘাতী বিস্ফোরক আদিল আহমেদ দারও তাঁর বাড়িতে ছিল। এছাড়াও সমীর আহমেদ দার, কামরান নামে দুই পাকিস্তানি জঙ্গিও মহম্মদের বাড়িতে আশ্রয় নিয়েছিল।

English summary
Chemicals bought from Amazon for pulwama attack, claim NIA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X