For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী করে জানবেন ইনকাম ট্যাক্স রিটার্নের স্ট্যাটাস, জানুন বিস্তারিত

আর বেশিদিন নয়। ৩১ অগাস্টই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। ইতিমধ্যেই যাঁরা আইটি রিটার্ন জমা দিয়ে ফেলেছেন। তাঁদের ট্যাক্স জমার প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে সেটা জানতে চাইছেন।

Google Oneindia Bengali News

আর বেশিদিন নয়। ৩১ অগাস্টই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। ইতিমধ্যেই যাঁরা আইটি রিটার্ন জমা দিয়ে ফেলেছেন। তাঁদের ট্যাক্স জমার প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে সেটা জানতে চাইছেন। তার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। জেনে নিন কীভাবে দেখবেন আইটি রিটার্ন জমা দেওয়ার স্ট্যাটাস।

কী করে জানবেন ইনকাম ট্যাক্স রিটার্নের স্ট্যাটাস, জানুন বিস্তারিত

অনলাইনে আইটি রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি সঠিক হয়েছে কিনা সেটা দুটি অপসন রয়েছে। প্রথনটি সাকসেসফুলি ফেরিফায়েড অর সাকসেসফুলি ই-ভেরিফায়েড। তার যেকোনও একটি অপসনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই আয়কর জমার পরিমানের সঙ্গে আয় ব্যায়ের হিসেব খতিয়ে দেখবে সাইট। কোথাও কোনও অমিল দেখা দিেলই বাড়তি করের পরিমান দেখাবে। সেটা জমা করার পর স্টেটাস জানতে হলে দুটি সহজ পথ রয়েছে।

প্রথমটি সাইটে লগ ইন না করেই কেবল মাত্র অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে। আইটি রিটার্নে হোম পেজের একেবারে বাঁদিকে রয়েছে সার্ভিস ট্যাব। সেখানেই পাওয়া যাবে আইটি রিটার্নের স্ট্যাটাস জানার অপশন। সেখানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলবে। সেখানে প্যান নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে আইটি রিটার্নের স্ট্যাটাস রিপোর্ট।

দ্বিতীয় পদ্ধতিটি করতে হলে লগ ইন করতে হবে সাইটে। সেখানে লগ ইন করলেই ড্যাশবোর্ডে ভিউ রিটার্নস ফর্ম অপশন আসবে। সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করতে হবে। সেটা সাবমিট করলেই বেরিয়ে আসবে আউটি রিটার্নের স্ট্যাটাস রিপোর্ট।

English summary
Check ITR status in two easy steps, see how to do it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X