For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে এই প্রথম কোনও দলিত-শিখ, কে এই চরণজিৎ সিং চান্নি

চরণজিৎ সিং চান্নি। দীর্ঘ টালবাহানার পর পঞ্জাব তার প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেয়ে গেল। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর কংগ্রেস চরণজিৎ সিংকেই বেছে নিল মুখ্যমন্ত্রী হিসেবে।

  • |
Google Oneindia Bengali News

চরণজিৎ সিং চান্নি। দীর্ঘ টালবাহানার পর পঞ্জাব তার প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেয়ে গেল। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর কংগ্রেস চরণজিৎ সিংকেই বেছে নিল মুখ্যমন্ত্রী হিসেবে। চরণজিৎ সিং চান্নিকে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এআইসিসি সদস্য হরিশ রাওয়াত। তিনি টুইট করে জানান, দলিত শিখ নেতা চরণজিৎ সিং চান্নিকে সর্বসম্মতিক্রমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয়েছে।

পঞ্জাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে এই প্রথম দলিত, কে এই চরণজিৎ

অমরিন্দর সিংয়ের ইস্তফার পর কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন চান্নি। এই প্রথমবার পঞ্জাবের শীর্ষ পদে একজন দলিত মুখকে আনা হল। সেদিক দিয়ে রাজ্যে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কংগ্রেসের মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা পঞ্জাবে দলিত সম্প্রদায় সাধারণ জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ।

কংগ্রেস বিধায়ক প্রীতম কোটভাইয়ের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে চান্নির নিয়োগ আশ্চর্যজনক ছিল। কারণ তাঁর নাম সম্ভাব্যদের তালিকায় ছিল না। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়েছিলেন সুখজিন্দর সিং রন্ধাওয়া। তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছিল। এছাড়া অম্বিকা সোনি, নভজ্যোত সিং সিধু এবং সুনীল জাখরের নামও ঘুরছিল।

কংগ্রেস প্রবীণ অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার একদিন পর চরণজিৎ সিং চান্নি কে মুখ্যমন্রীস্ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল- কে এই চরণজিৎ সিং চান্নি। পঞ্জাবের একজন মাঝবয়সী কংগ্রেস নেতা চান্নি। বয়স বছর ৪৭। পঞ্জাব সরকারের কারিগরি শিক্ষা ও শিল্প প্রশিক্ষণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। সেখান থেকে তাঁর উত্তরণ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে।

পঞ্জাবের চামকৌর সাহেব বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন। তিনি সুনীল জাখরের স্থলাভিষিক্ত হন এবং তাঁর স্থলাভিষিক্ত হন এইচএস ফুলকার। রামদাসিয়া শিখ সম্প্রদায়ের সদস্য চান্নি ২০১৭ সালের ১৬ মার্চ পঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

তার আগে চান্নি তিন মেয়াদে পুরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। দু-বার তিনি পুর পরিষদ খারারের সভাপতি হন। ২০০৭ সালে তিনি প্রথমবার পঞ্জাব বিধানসভার সদস্য নির্বাচিত হয়ছিলেন। ১৯৭২ সালের ২ এপ্রিল চামকৌর সাহেবের কাছে মকরোনা কালানে জন্মগ্রহণ করেন চরণজিৎ। পিতা এস হারসা সিং এবং মা আজমির কৌর। তিনি একটি পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করেন।

চরণজিৎ সিং চান্নির বাবা তাঁর পরিবারে অর্থনৈতিক নিরাপত্তা আনতে অনেক সংগ্রাম করেছিলেন। যার জন্য চান্নি মালয়েশিয়ায় চলে এসেছিলেন। কঠোর পরিশ্রম করে শেষপর্যন্ত তিনি সফল হয়েছেন। মালয়েশিয়া থেকে ফিরে এসে তিনি একটি টেন্ট হাউসের ব্যবসা শুরু করে খারার শহরে। সেখানেই বসতি স্থাপন করেন। খুব উদার মানুষ হিসেবে তাঁর ও তাঁর বাবার পরিচিতি রয়েছে।

English summary
Charanjit Singh Channi is the first Punjab Chief Minister comes from Dalit and Shikh community.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X