For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে

বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে

Google Oneindia Bengali News

শুধু বঙ্গ বিধানসভায় মারামারি হয় না। বিহার বিধানসভাতেও এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিহার বিধানসভায় তুলকালাম কাণ্ড। মার্শাল প্রয়োজ করে বিক্ষোভকারী ৮ বিধায়ককে বের করে দেওয়া হল বিধানসভা থেকে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। বাম বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে

অল্প সময়ের মধ্যেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। বারবার বিক্ষুব্ধ বিধায়কদের শান্ত হতে বলার পরেও কোনও কাজ হচ্ছিল না। বিক্ষোভের তীব্রতা বাড়িেয় চলেছিলেন তাঁরা। তারপরেই ৮ বিধায়ককে বিরুদ্ধে মার্শল প্রয়োগের নির্দেশ দেন স্পিকার। জোর করে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় তাঁদের বিধানসভা কক্ষ থেকে। একেবারে চ্যাংদোলা করে ৮ বিধায়ককে বিধানসভা কক্ষের বাইরে বের করে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির সঙ্গে জোট গড়েই বিহারে সরকার গড়েছে জেডিইউ। নীতিশের রাজ্যে এমন কাণ্ড নজিরবিহীন। কয়েকদিন আগে বঙ্গে বিধানসভা বিরোধীদের সঙ্গে শাসক দলের মারামারি ঘিরে তুমুল শোরগোল তুলেছিলেন বিজেপি নেতারা। এই ঘটমা চরম নিন্দনীয় বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তারপরেই বিজেপি-জেডিইউ শাসিত বিহারেও এমন নজিরবিহীন ঘটনা ঘটল।

বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে

সিবিআইএমএল বিধায়করা রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিধানসভা। অনেকটা একই ইস্যুতে বিক্ষোভ হচ্ছিল বাংলার বিধানসভায়। 'গুন্ডাগিরি চলবে না, একনায়কতন্ত্র চলবে না' অভিযোগ করে স্লোগান তুলেছিলেন তাঁরা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিেলন বাম বিধায়করা। কিন্তু নীতীশ সরকার তাতে রাজি হয়নি। তারপরেই তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পরেই তাঁদের মার্শাল প্রয়োগ করে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে রাজ্যে। নীতীশ সরকারের অপশাসনের অভিযোগ করা হয়েছে।

English summary
বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X