For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করছেন চান্নি ও কেজরিওয়াল, অভিযোগ মোদীর

বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করছেন চান্নি ও কেজরিওয়াল, অভিযোগ মোদীর

  • |
Google Oneindia Bengali News

একদফায় পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের আবারও নিশানা করলেন৷ শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'বিভক্ত ও বিচ্ছিন্নতাবাদী' রাজনীতির জন্য কটাক্ষ করেছেন মোদী। আবোহারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী পঞ্জাবের জনগণের কাছে আবেদন করেন যে এনডিএ সরকারকে রাজ্যে সর্বাত্মক উন্নয়নের জন্য একটি সুযোগ দেওয়ার হোক। একই সঙ্গে 'ইউপি, বিহার এবং দিল্লির ভাইদের' নিয়ে চান্নির করা মন্তব্যের সমালোচনা করে বলেন, এই ধরণের বিভাজনমূলক চিন্তাধারার লোকেদের রাজ্য শাসন করার অধিকার থাকা উচিত নয়।

বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করছেন চান্নি ও কেজরিওয়াল, অভিযোগ মোদীর

প্রসঙ্গত চান্নি মঙ্গলবার রোপারে একটি রোড শো চলাকালীন ইউপি, বিহার এবং দিল্লির 'ভাইয়াদের' পাঞ্জাবে প্রবেশ করতে না দেওয়ার ব্যাপারে বক্তব্য রেখে একটি বিতর্ক তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গিয়েছে এ বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাঢরা যখন মন্তব্য করেছিলেন তখনও চন্নিকে উল্লাস করতে দেখা যায়। এই বিষয়কেই উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মোদী৷ এদিন প্রধানমন্ত্রী বলেন যে এই ধরণের বক্তব্য সবসময় একটি অঞ্চলের মানুষকে নিজের লাভের জন্য অন্য অঞ্চলের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহ দেয়। বিচ্ছিন্নতাবাকে প্রশয় দেয়৷ এই ধরণের মন্তব্য শুধুমাত্র ইউপি এবং বিহারের মানুষের জন্যই অপমানজনক নয় বরং গুরু রবিদাস এবং গুরু গোবিন্দ সিংকেও অপমান করা হয়েছে এই বক্তব্যে, যাঁরা যথাক্রমে ইউপি এবং বিহারে জন্মগ্রহণ করেছিলেন।

অন্যদিকে আম আদমী পার্টির জাতীয় কার্যনির্বাহী প্রাক্তন সদস্য কুমার বিশ্বাস প্রকাশিত নতুন 'বিচ্ছিন্নতাবাদ'-এর অভিযোন নিয়েও অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন মোদী৷ দিল্লির মুখ্যমন্ত্রী পাঞ্জাবের ক্ষমতা দখলের জন্য বিচ্ছিন্নতাবাদী রাজনীতির আশ্রয় নিচ্ছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বলেন, কুমার বিশ্বাস কেজরিওয়ালের আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। পাঞ্জাবে ক্ষমতা দখল করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে এরা৷ এমনকি এদের উদ্দেশ্যই হল দেশকে বিভক্ত করা।' তিনি পাঞ্জাবকে এরকম লোকদের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেন আরও বলেন, যারা দেশকে ভাগ করতে চেয়েছিল এরকম বিচ্ছিন্নতাবাদী এবং দেশবিরোধীদের সঙ্গে জোটও করতে পারে আপ। তারা পাকিস্তানের মতো একই ভাষায় কথা বলে, যে কারণে তারা সেই দেশের বিরুদ্ধে হওয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলে। একইসঙ্গে মোদী আরও বলেন, আপ নেতারাও মিথ্যা ছড়াচ্ছেন। তাঁরা দিল্লিতে স্কুলের বাইরে মদের দোকান খুলছে, যেখানে তারা দাবি করছে যে তারা মাদকের হুমকির অবসান ঘটাবে।'.

English summary
Channi and Kejriwal are doing separatist politics, alleges Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X