For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ নভেম্বর থেকে জীবনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়মে পরিবর্তন! তালিকা একনজরে

মধ্যে আর চারদিন। এরপরেই সকলের জীবনে আরও একটা নতুন মাস। সেই নভেম্বরের শুরু থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন (change) হতে চলেছে। এই সব পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। এরমধ্যে সব থ

  • |
Google Oneindia Bengali News

মধ্যে আর চারদিন। এরপরেই সকলের জীবনে আরও একটা নতুন মাস। সেই নভেম্বরের শুরু থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন (change) হতে চলেছে। এই সব পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। এরমধ্যে সব থেকে বড় পরিবর্তন হল রান্নার গ্যাস সরবরাহে (cooking LPG supply) । পাশাপাশি এসবিআই-এর কয়েকটি মূল বিধিরও পরিবর্তন হতে চলেছে।

রাজনীতিতে সত্যিকারের 'করোনা' বিজেপি! দিলীপ ঘোষকে জবাব দিলেন ফিরহাদ হাকিমরাজনীতিতে সত্যিকারের 'করোনা' বিজেপি! দিলীপ ঘোষকে জবাব দিলেন ফিরহাদ হাকিম

গ্যাস সিলিন্ডার সরবরাহে ওটিপি

গ্যাস সিলিন্ডার সরবরাহে ওটিপি

পয়লা নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের হোম ডেলিভারি সম্পর্কিত নিয়মে পরিবর্তন হচ্ছে। ওই দিন থেকে সারা দেশে ১০০ স্মার্টসিটিতে গ্যাস সরবরাহের জন্য ওয়ান টাইম পাসোয়ার্ড বাধ্যতামূলক হচ্ছে। এর উদ্দেশ্য হল গ্যাস সিলিন্ডারগুলিকে সঠিক গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া। নতুন এই পদ্ধতিতে এলপিজি গ্রাহকরা গ্যাস বুকিংয়ের পর একটি করে ওটিপি পাবেন। এরপর যিনি গ্যাস সরবরাহ করতে যাবেন, তাঁকে ওই ওটিপি দিতে হবে। ওই ওটিপি ছাড়া কোনও গ্যাস সরবরাহ করা যাবে না।
এব্যাপারে পাইলট প্রোজেক্ট কার্যকর করা হয়েছিল রাজস্থানের জয়পুর ও তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। এরপর তা দেশের ১০০ টি স্মার্ট সিটিতে চালু করা হচ্ছে। এরপর তা সারা দেশে শুরু করা হবে। তবে এই প্রোজেক্টটি বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এসবিআই-এর সেভিংসে সুদের হার কমছে

এসবিআই-এর সেভিংসে সুদের হার কমছে

অন্যদিকে এসবিআই-এর গ্রাহকদের জন্য খারাপ খবর। নভেম্বর থেকে এসবিআই তাদের গ্রাহকদের জন্য সুদের হার কমাচ্ছে। ১ নভেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার ০.২৫ শতাংশ কমছে। সুদের হার দাঁড়াবে ৩.২৫%।

ডিজিটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না

ডিজিটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না

পয়লা নভেম্বর থেকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। তবে এই নিয়ম কেবল মাত্রা ৫০ কোটি টাকার বেশি ব্যবসায় ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য।

আনলক সিক্স কার্যকর

আনলক সিক্স কার্যকর

করোনার সংক্রমণ থেকে বাঁচতে সারা দেশে লকডাউন জারি করা হয়েছিল মার্চের শেষ সপ্তাহে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে আনলক ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। ৩০ সেপ্টেম্বর আনলক ফাইভের গাইডলাই প্রকাশ করা হয়েছিল। পয়লা অক্টোবর থেকে ধাপে ধাপে এই আনলক ফাইভ চালু করা হয়। এবার আসছে আনলক সিক্স।

English summary
Changes from first november are lpg cylinder delivery, sbi, unlock six guideline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X