For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রযান ৩ এবার পাড়ি দিতে চলেছে 'মরচে ধরা' চাঁদে! ফের চ্যালেঞ্জের অধ্যায় ঘিরে বুক বাঁধছে ভারত

চন্দ্রযান ৩ এবার পাড়ি দিতে চলেছে 'মরচে ধরা' চাঁদে! ফের চ্যালেঞ্জের অধ্যায় ঘিরে বুক বাঁধছে ভারত

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ১৩০ কোটি ভারতবাসী মধ্যরাতেও অপলক দৃষ্টি রেখেছিল দেশের গর্বের চন্দ্রযান ২ তে। তবে চাঁদের মাটি ছুঁয়ে যে সাফল্য আসার কথা ছিল, তা সেই সময় ইসরোকে চন্দ্রযান ২ দিতে পারেনি। সেই রাতে চোখের জল বেরিয়ে এসেছিল ইসরো প্রধান কে সিবনের । সান্তনায় আগলে ধরে ছিলেন মোদী। এসব ছবি পেরিয়ে করোনার সংহারের মাঝেই ফের একবার ভারত চাঁদের মাটিতে জয়ের পদক্ষেপ ফেলতে চাইছে। আর সেই উদ্যোগের আগে চন্দ্রযান ৩ ঘিরে কোন কোন পদক্ষেপ সামনে এল দেখে নেওয়া যাক।

 মরচে ধরেছে চাঁদে!

মরচে ধরেছে চাঁদে!

২০০৮ সালে লঞ্চ হয়েছিল চন্দ্রযান ১। আর সেই যান থেকেই যে সমস্ত ছবি উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, চাঁদের গায়ে ধীরে ধীরে মরচে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। মূলত চাঁদের মেরু অঞ্চলে এই মরচের চিহ্ন মিলেছে।

 কেন মরচে ধরছে চাঁদে ?

কেন মরচে ধরছে চাঁদে ?

জানা যাচ্ছে, চাঁদের পৃষ্ঠে লোহার পরিমাণ রয়েছে অনেকটাই বেশি। রয়েছে লোহা সম্পন্ন পাথর। এদিকে, জল বা অক্সিজেন চাঁদে কতটা রয়েছে তা ঘিরে কিছুটা সংশয় থেকে গিয়েছে। ফলে লোহার সঙ্গে অস্কিজেন বা জলের উপস্থিতি না হলে মরচের প্রশ্নও আসবে না। ফলে প্রশ্ন স্বভাবতই উঠছে, তাহলে কি চাঁদে জলের সন্ধান পাওয়া যাবে?

জল, চাঁদ ও কিছু ধন্দ

জল, চাঁদ ও কিছু ধন্দ

বিজ্ঞানীদের হাতে এই তথ্য আসতেই তাঁরা মনে করছেন , চাঁদে যদি জলের অংশ থেকেও থাকে, তাহলে তা মেরু এলাকার দিকে। ফলে গবেষণা মেরু এলাকা নিয়ে ঘনীভূত হতে শুরু করেছে।

 কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩

কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩

হার্ড ল্যান্ডিং এর জন্য চন্দ্রযান ২ অসফল ছিল। তবে ব্যর্থতা ঢেকে এবার চন্দ্রযান ৩ নিয়ে কার্যত পাখির চোখের নিশানা লাগিয়ে রেখেছে ইসরো। এমন অবস্থায় শোনা যাচ্ছে, ২০২১ সালের প্রথমের দিকেই ইসরো লঞ্চ করবে চন্দ্রযান ৩ কে।

প্রতীকী ছবি

করোনা মহামারীকালে প্রবীণ নাগরিকদের জন্য কী বিশেষ উদ্যোগ! রাজ্যগুলির কাছে জবাব তলব সুপ্রিম কোর্টেরকরোনা মহামারীকালে প্রবীণ নাগরিকদের জন্য কী বিশেষ উদ্যোগ! রাজ্যগুলির কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

English summary
Chandrayan 3 to be launched on 2021, Moon rusting is in consideration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X