For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের পথে স্বপ্নের উড়ানে একধাপ এগিয়ে গেল 'চন্দ্রযান ২'! মহাকাশের কোন খবর জানাল 'ইসরো'

আকাশ সেদিন মেঘলা ছিল শ্রীহরিকোটায় । সতীশ ধওয়ান স্পেস সেন্টারে তখন শেষ মুহূর্তের ধুকপুকানি। শুরু হয়ে গিয়েছিল কাউন্টডাউন।

  • |
Google Oneindia Bengali News

আকাশ সেদিন মেঘলা ছিল শ্রীহরিকোটায় । সতীশ ধওয়ান স্পেস সেন্টারে তখন শেষ মুহূর্তের ধুকপুকানি। শুরু হয়ে গিয়েছিল কাউন্টডাউন। আর ১৩০ কোটির অপেক্ষা ছিল, ভারতের মাটি ছেড়ে দেশের চন্দ্রযান ২এর চাঁদের দিকে স্বপ্নের উড়ানের। আর সকলের আশা আকাঙ্খা সত্যি করে ২২ জুলাই চাঁদের দেশে পাড়ি দেয় 'ইসরো'র চন্দ্রযান ২। সেই স্বপ্নের উড়ানের দ্বিতীয় পদক্ষেপ সমাপ্ত করল এই যান।

চাঁদের পথে স্বপ্নের উড়ানে একধাপ এগিয়ে গেল চন্দ্রযান ২! মহাকাশের কোন খবর জানাল ইসরো

ইসরোর তরফে জানানো হয়েছে, চন্দ্রযান ২ এর দ্বিতীয় কক্ষপথের সফর ২৬ জুলাই সম্পন্ন হয়েছে। ফলে এবার একধাপ এগিয়ে , পরের পর্বে এগিয়ে যেতে চলেছে ভারতের চন্দ্রযান ২। পৃথিবী থেকে রওনা দিয়ে প্রথম কক্ষপথে পাক খাওয়ার পর, দ্বিতীয় কক্ষপথের পাক সম্পন্ন করে চন্দ্রযান ২। মহাকাশে চন্দ্রযান ২ এর এই গতিবিধির খবর জানিয়েছে ইসরো।

প্রসঙ্গত, ২৪ জুলাই কক্ষপথে ঘোরা শুরু করেছিল চন্দ্রযান ২। এরপর দ্বিতীয় কক্ষপথ যাত্রা সম্পন্ন হয় ২৬ জুলাই। তৃতীয় কক্ষপথ সফর ২৯ জুলাই সম্পন্ন হবে বলে খবর। তারপরই মহাকাশ চাঁদের দিকে রওনা হবে ইসরো-র 'চন্দ্রযান ২'।

English summary
Chandrayan 2 succlessfully clears its second Orbit as its run towards Moon .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X