For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রযান ২-এর 'বিক্রম' ল্যান্ডার চাঁদের ঠিক কতটা কাছে গিয়ে সংযোগ ছিন্ন করে! উঠছে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রযান ২-এর 'বিক্রম' ল্যান্ডারকে জাগিয়ে তুলতে সর্বশেষ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। এদিকে, বিক্রম ল্যান্ডারকে খুঁজতে ইসরো-র সঙ্গে হাত মিলিয়েছে নাসা-ও।

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রযান ২-এর 'বিক্রম' ল্যান্ডারকে জাগিয়ে তুলতে সর্বশেষ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। এদিকে, বিক্রম ল্যান্ডারকে খুঁজতে ইসরো-র সঙ্গে হাত মিলিয়েছে নাসা-ও। সবমিলিয়ে ভূ-পৃষ্ঠ থেকে যাবতীয় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে চন্দ্রযানের 'বিক্রম' ল্যান্ডার নিয়ে। এরই মধ্যে উঠে এলো চন্দ্রযান নিয়ে আরও একটি তাক লাগানো তথ্য।

২.১ কিলোমিটার নয়, ৪০০ কিমি দূরে ছিল বিক্রম

২.১ কিলোমিটার নয়, ৪০০ কিমি দূরে ছিল বিক্রম

ইসরো সূত্রে , প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরো-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে , নতুন রিপোর্ট অনুযায়ী খবর, চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরে নয়, বরং ৪০০ কিলোমিটার দূরে ছিল ল্যান্ডার বিক্রম।

কী করে জানা গেল দূরত্বের নিরিখ?

কী করে জানা গেল দূরত্বের নিরিখ?

ল্যান্ডার বিক্রম সম্পর্কে জানা গিয়েছিল যে সে চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরে থকা অবস্থায় ইসরো-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে বিক্রমের ছবি গ্রাফের নিরিখে আসবার পর দেখা গিয়েছে , যে বিক্রম চাঁদ থেকে ৪০০ মিটার দূরের অবস্থাতেও যোগাযোগ রাখতে পেরেছিল। লাল ও সবুজ দুটি লাইনের মধ্যদিয়ে বিক্রমের গতিবিধি নির্দিষ্ট হচ্ছিল ইসরো-তে। সেখানেই দেখা গিয়েছিল লাল লাইনের থেকে ২.১ কিলোমিটারের পর সবুজ লাইনটি পাতলা হয়ে যায়। আর খুব সুক্ষ্মভাবে দেখা গিয়েছে যে সেই লাইনটি চাঁদ খেকে ৪০০ মিটার দূরে গিয়ে থামে।

বিভ্রান্তি অব্যাহত

বিভ্রান্তি অব্যাহত

বিভ্রান্তি এখনও রয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রমকে নিয়ে। ল্যান্ডার বিক্রমের ছবি বলে দিচ্ছে যে চাঁদ থেকে প্রায় ৪০০ মিটারের দূরে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে, আর তার সংযোগকারী প্রযুক্তি বলছে ২.১ কিলোমিটার দূরের হিসাব। প্রসঙ্গত, চন্দ্রযান ২ এর যাবতীয় গবেষণার অনেকটাই এই মুহূর্তে নির্ভর করতে শুরু করেছে অরবিটারের ওপর। বিক্রম ল্যান্ডার নিস্তেজ হওয়ার পর থেকেই ভরসা একমাত্র অরবিটার।

<strong>[আরও পড়ুন: উত্তরপ্রদেশে হিন্দুস্তান পেট্রোলিয়াম প্লান্টে বিস্ফোরণ, পাঁচ কিমি এলাকা জুড়ে জারি সতর্কতা]</strong>[আরও পড়ুন: উত্তরপ্রদেশে হিন্দুস্তান পেট্রোলিয়াম প্লান্টে বিস্ফোরণ, পাঁচ কিমি এলাকা জুড়ে জারি সতর্কতা]

<span class=[আরও পড়ুন:মহাশূন্যে অজানা গ্রহে মিলেছে জলের সন্ধান! রয়েছে প্রাণ থাকার সম্ভাবনা, তাক লাগাচ্ছে নাসা ]" title="[আরও পড়ুন:মহাশূন্যে অজানা গ্রহে মিলেছে জলের সন্ধান! রয়েছে প্রাণ থাকার সম্ভাবনা, তাক লাগাচ্ছে নাসা ]" />[আরও পড়ুন:মহাশূন্যে অজানা গ্রহে মিলেছে জলের সন্ধান! রয়েছে প্রাণ থাকার সম্ভাবনা, তাক লাগাচ্ছে নাসা ]

English summary
Chandrayaan 2, Vikram lander lost communication from 335 meters, says report .Though ISRO scientists failed to soft-land Vikram lander safely, their valiant efforts were praised by all the global space agencies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X