For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২, সুখবর শোনাল ইসরো

এতদিনে পৃথিবীর সব বাঁধন মুক্ত হতে পেরেছে চন্দ্রযান-২। চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে সে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করে এখন চাঁদের দিকে এগোচ্ছে দ্রুত গতিতে।

Google Oneindia Bengali News

এতদিনে পৃথিবীর সব বাঁধন মুক্ত হতে পেরেছে চন্দ্রযান-২। চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে সে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করে এখন চাঁদের দিকে এগোচ্ছে দ্রুত গতিতে। ২ অগস্ট পৃথিবীর কক্ষপথের চতুর্থ স্তরটিই সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে চন্দ্রযান-২। ৬৪৬ সেকেন্ডে চতুর্থস্তরটি অতিক্রম করে চন্দ্রযান-২। ৬ অগস্টের মধ্যে পরবর্তী পর্যায়ে পৌঁছে যাওয়ার কথা চন্দ্রযানের।

চাঁদের কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২, সুখবর শোনাল ইসরো

তিনটি ভাগ রয়েছে এই চন্দ্রযানের রোভার, ল্যান্ডার এবং প্রজ্ঞান। ২০ অগস্টের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করার কথা। সবকিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা। ল্যান্ডার চাঁদের মাটিতে পা রাখবে ৭ জুন।

এই চাঁদ অভিযান সফল হলে ভারত বিশ্বের চতুর্থস্তম স্থানে উঠে আসবে। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই জায়গা করে নেেব ভারত।

এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে কোনও যান নামবে। এবং চাঁদের মাটি থেকে খনিজ সংগ্রহ করবে ল্যান্ডার। চাঁদের দক্ষিণ মেরুর জলবায়ু নিয়ে একাধিক তথ্য সংগ্রহ করে ইসরোকে পাঠাবে রোভার। এখন পর্যন্ত যাত্রা সফলই হয়েছে। এবার শেষ পর্যায়ের অপেক্ষায় ইসরো।

English summary
Chandrayaan-2 successfully carried out the fourth earth bound orbit, says ISRO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X