For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE চন্দ্রযান ২ : ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঘোষণা ইসরো প্রধানের

আজ চাঁদে পা রাখবে চন্দ্রযান ২

  • |
Google Oneindia Bengali News

এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ ভারত অনুভব করবে চাঁদের মাটিতে পা রাখার গর্ব । আজ মধ্যরাত , অর্থাৎ ৭ সেপ্টেম্বরের রাতে চাঁদের মাটি ছুঁতে চলেছে ইসরো-র চন্দ্রযান ২। এই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার করবে ইসরো-র বেঙ্গালুরু কন্ট্রোল রুম। এই অবতরণের সাক্ষী থাকবে সারা দেশের ৬০ জন পড়ুয়া। যার মধ্যে বাংলার দুই মেধাবী পড়ুয়াও রয়েছে।

https://bengali.oneindia.com/news/india/chandrayaan-2-s-final-descent-to-begin-tonight-061100.html

Newest First Oldest First
11:01 AM, 7 Sep

ইসরোর চেয়ারম্যানকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর
8:32 AM, 7 Sep

ব্যর্থতা আমাদের পিছিয়ে দেয় না, বললেন মোদী।
8:14 AM, 7 Sep

দেশ আপনাদের জন্য গর্বিত, বিজ্ঞানীদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী
8:12 AM, 7 Sep

বেঙ্গালুরুর ইসরো সেন্টারে প্রধানমন্ত্রীর ভাষণ
6:24 AM, 7 Sep

ইসরোর সদর দফতরে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।
6:23 AM, 7 Sep

দেশ ইসরোর জন্য গর্বিত, বললেন রাষ্ট্রপতি।
2:55 AM, 7 Sep

ভেঙে পড়বেন না, দেশ আপনাদের নিয়ে গর্বিত। খুব তাড়াতাড়ি সাফল্যকে উদযাপন করব আমরা। আমি পাশে আছি। ইসরোর বিজ্ঞানীদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2:19 AM, 7 Sep

চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘোষণা করলেন ইসরো প্রধান কে সিভান। ২.১ কিমি উচ্চতা পর্যন্ত যোগাযোগ ছিল। তাররপর বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এতদূর পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তা যাচাই করা হচ্ছে বলে জানালেন ইসরো প্রধান।
2:07 AM, 7 Sep

বিক্রম ল্যান্ডার থেকে সিগন্যালের অপেক্ষায় ইসরোর বিজ্ঞানীরা। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও এখনও সঙ্কেত এসে পৌঁছয়নি। ফলে উৎকণ্ঠা সকলের চোখে-মুখে।
1:57 AM, 7 Sep

শেষ মুহূর্তের উৎকণ্ঠা ফুটে উঠল ইসরোর বিজ্ঞানীদের চোখেমুখে। চেয়ার ছেড়ে উঠে পড়লেন ইসরো প্রধান কে সিভান। ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ।
1:51 AM, 7 Sep

সফলভাবে রাফ ব্রেকিং ফেজ পূর্ণ করল বিক্রম ল্যান্ডার
1:40 AM, 7 Sep

ল্যান্ডার বিক্রম অবতরণের প্রক্রিয়া শুরু করে দিল ইসরো।
1:38 AM, 7 Sep

অবতরণের প্রক্রিয়া ১৫ মিনিটের মধ্যে শেষ হবে বলে জানা গিয়েছে।
1:37 AM, 7 Sep

চন্দ্রযান অবতরণের প্রক্রিয়া শুরু হবে আর কয়েক মিনিটের মধ্যেই। উতসুক সারা বিশ্ব তাকিয়ে ইসরোর সাফল্যের দিকে।
1:33 AM, 7 Sep

প্রধানমন্ত্রী মোদীকে নানা বিষয়ে তথ্য দিচ্ছেন ইসরোর বিজ্ঞানীদের একাংশ। দর্শকাসনে বসে গোটা ঘটনা প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী মোদী।
1:29 AM, 7 Sep

২০০৮ সালের ২২ অক্টোবর প্রথমবার চাঁদে অভিযান চালায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
1:27 AM, 7 Sep

ইসরোর সদর দফতরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানালেন ইসরো প্রধান কে সিভান।
12:59 AM, 7 Sep

আর কিছুক্ষণ পরই ইসরো লাইভ সম্প্রচার শুরু করবে চন্দ্রযান ২ এর চাঁদে অবতরণের। অপেক্ষা আর কিছুক্ষণের।
12:00 AM, 7 Sep

রাত ১টা ১৫ মিনিট থেকে চন্দ্রযান ২ এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের লাইভ স্ট্রিমিং করবে ইসরো।
11:56 PM, 6 Sep

ত্রিপুরার এক বাঙালি সুব্রত মুখোপাধ্যায়ও এই চন্দ্রাভিযানের সঙ্গে জড়িত। তা সকলের সঙ্গে শেয়ার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
11:53 PM, 6 Sep

শিল্পী সুদর্শন পট্টনায়েক বালির মধ্যে চন্দ্রযান ২ এর সাফল্যের খতিয়ান তুলে ধরে বিজ্ঞান মনস্কতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন।
10:10 PM, 6 Sep

চন্দ্রযান ২ নামবে চাঁদের বুকে। ইসরোর বিজ্ঞানীদের পর্যবেক্ষণ।
10:04 PM, 6 Sep

মোদী পৌঁছলেন বেঙ্গালুরু। বিমানবন্দরে স্বাগত জানালে উপস্থিত মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। মোদীর গন্তব্য ইসরোর হেডকোয়ার্টার। চন্দ্রযান চাঁদে পা দেওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন স্পেস সেন্টারে।
10:02 PM, 6 Sep

বিজ্ঞানী নির্ভয়কুমার উপাধ্যায় চন্দ্রযান ২ মিশনের অংশ ছিলেন। তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করলেন, প্রকাস করলেন উচ্ছ্বাস। বললেন, আগামীকাল আমরা শুনব যে ভারত ইতিহাস তৈরি করেছে।
8:28 PM, 6 Sep

চাঁদে নামার প্রতিটি পদক্ষেপ, নতুন ইতিহাস গড়ার অপেক্ষা
7:38 PM, 6 Sep

রোভার প্রজ্ঞানের নাম এসেছে সংষ্কৃত থেকে।
7:37 PM, 6 Sep

বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামে বিক্রম ল্যান্ডারের নাম রাখা হয়েছে।
7:36 PM, 6 Sep

ঠিক কীভাবে চন্দ্রযানের চাঁদের নামার প্রক্রিয়া সম্পন্ন হবে, দেখুন পরপর ঘটনাক্রম।
7:35 PM, 6 Sep

চন্দ্রযানের থিম গণেশ পুজোয়। এই থিমে সেজে উঠেছে হায়দরাবাদের মন্ডপ।
7:03 PM, 6 Sep

চন্দ্রযান ২ নিয়ে ইসরোর ভিডিও দেখে নিন একনজরে।
READ MORE

English summary
Chandrayaan-2’s final descent to begin tonight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X