For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চন্দ্রযান ২ -ই গল্পের শেষ নয়'! এবার সূর্যাভিযান সহ একাধিক লক্ষ্যে মাঠে নামছে ইসরো

  • |
Google Oneindia Bengali News

১৩০ কোটির স্বপ্ন যেন সঙ্গে নিয়ে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। ৭ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রাত দেখেছিল গোটা দেশ। রাতভর জেগে টিভিতে চন্দ্রাযান ২ এর 'লাইভ ' অনুষ্ঠান দেখে ,চাঁদের মাটিতে পা রাখার গর্ব অনুভব করতে চেয়েছিলেন প্রতিটি ভারতবাসী। সেই স্বপ্ন যদিও সফল হয়নি। তবুও চাঁদ ছোঁয়ার ইচ্ছে থেকে পিছপা হয়নি ইসরো। শুধু তাই নয় , এবার সূর্যকে ছোঁয়ার লক্ষ্যে ভারতের মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলেছে। আর সে কথা ফের একবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়ে দিলেন কে সিবন।

কী জানিয়েছেন সিবন?

কী জানিয়েছেন সিবন?

এদিন আইআইটির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে সিবন জানান,'চন্দ্রযান ২ গল্পের শেষ নয়। আমদের উদ্দেশ্য আদিত্য এল ওয়ান সোলার মিশন। রয়েছে মহাকাশে ভারতের স্পেসফ্লাইট পাঠানোর পরিকল্পনাও। আসন্ন মাসগুলিতে অ্যাডভান্সড স্যাটেলাইট লঞ্চ নিয়ে অনেক ক'টি পরিকল্প না রয়েছে।'

আসছে এসএসএলভি!

আসছে এসএসএলভি!

ইসরো কর্তা জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে এসএসএলভি। প্রথম এসএসএলভি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই উৎক্ষেপণ করা হবে। এছাড়াও ২০০ টন সেমি ক্রায়ো এঞ্জিন এর টেস্টিং শুরু করেব ইসরো।

 মোবাইলে অ্যাপ বাড়ানো নিয়ে ন্যাভিস সিগন্যাল ঘিরে কাজ

মোবাইলে অ্যাপ বাড়ানো নিয়ে ন্যাভিস সিগন্যাল ঘিরে কাজ

মোবাইলে যাতে সামাবিজর পরিষেবার বিশিষ্ট অ্যাপের সংখ্যা বাড়ানো যআয়, তার জন্য NAVIC সিগন্যাল নিয়ে বিশে, গবেষণা করতে চলেছে ইসরো। ফলে সবমিলিয়ে আগামী দিন ইসরো-র তরফে ভারতের একাধিক রাস্তায় উন্নয়নের হাত ছানি রয়েছে।

 স্পেস টেকনোলজি সেল

স্পেস টেকনোলজি সেল

প্রসঙ্গত, এদিন আইআইটি দিল্লি ও ,আইআইএসসি বেঙ্গালুরুর সঙ্গে ইসরো একটি মহাকাশ বিজ্ঞান বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তিতে একটি 'স্পেস টেকনোলজি সেল' গঠনের কথা বলা হয়েছে। এই সেলের আওতায় থাকছে আইআইটি বম্বেও। মবলত এই সেলের উদ্দেশ্য ভারতের মহাকাশ গবেষণাকে আরও উন্নত করা।

English summary
Chandrayaan2 is not the end of story, ISRO head reveals about solar mission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X