For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ মুহূর্তে নজরে এল প্রযুক্তিগত বাধা, ইসরোর সবচেয়ে বড় চন্দ্রাভিযান থমকে গেল মাঝরাতে

চাঁদের দক্ষিণ মেরুতে নামছে ইসরো। এই মিশনের নাম দেওয়া হয়েছে চন্দ্রযান ২।

  • |
Google Oneindia Bengali News

চাঁদের দক্ষিণ মেরুতে নামছে ইসরো। এই মিশনের নাম দেওয়া হয়েছে চন্দ্রযান ২। চাঁদের মাটিতে কি সত্যিই জল রয়েছে বা জলের অস্তিত্ব পাওয়ার মতো পরিবেশ রয়েছে? এরই উত্তর খুঁজবে চন্দ্রযান ২। জিএসএলভি এমকে ৩ লঞ্চ প্যাড থেকে এর উৎক্ষেপণ হবে। উৎক্ষেপণ সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর ভারত চাঁদে পা রাখবে। একনজরে দেখে নেওয়া যাক চন্দ্রাভিযানের সমস্ত খুঁটিনাটি।

LIVE চাঁদের দক্ষিণ মেরুতে নামছে ভারত

Newest First Oldest First
2:44 AM, 15 Jul

কবে এই অভিযান হবে তা পরে জানানো হবে বলেও ইসরোর তরফে জানানো হয়েছে।
2:43 AM, 15 Jul

প্রযুক্তিগত বাধার কারণেই এই অভিযান আপাতত পিছিয়ে দিতে হল বলে সাংবাদিক সম্মেলন করে জানাল ইসরো।
2:38 AM, 15 Jul

কবে ফের এখ উৎক্ষেপণ হবে তার দিনক্ষণও সম্ভবত এদিন ইসরোর তরফে ঘোষণা করা হবে।
2:34 AM, 15 Jul

এদিন রাত ২টো বাজার ঠিক মিনিট পাঁচেক আগে উতক্ষেপণ হবে না বলে সিদ্ধান্ত নেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
2:32 AM, 15 Jul

মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই ইসরো আপাতত অভিযান পিছিয়ে দিয়েছে।
2:19 AM, 15 Jul

তবে ঠিক কী কারণে এই উতক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছে তা কিছুক্ষণের মধ্যে ইসরো স্পষ্ট করবে।
2:18 AM, 15 Jul

সবকিছু ঠিকঠাক চলছিল। তবে আচমকা পিছিয়ে দেওয়া হল ইসরোর চন্দ্রযানের উতক্ষেপণ।
1:34 AM, 15 Jul

এদিন ভোররাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে চন্দ্রযান ২ এর সফল উতক্ষেপণ দেখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
1:33 AM, 15 Jul

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন দুজন মহিলা। একজন এম বাণীতা। তিনি শুরু থেকে শেষ পুরো প্রজেক্টের ডিরেক্টর। আর দ্বিতীয়জন হলেন রীতু কারিঢাল। তিনি এই মিশনের ডিরেক্টর।
1:29 AM, 15 Jul

ইসরোর সফল উতক্ষেপণ দেখবেন বলে শ্রীহরিকোটার স্পেস স্টেশনের বাইরে এত রাতেও মানুষের ভিড়।
1:13 AM, 15 Jul

২০২২ সালের মধ্যে গগনযান প্রকল্পের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইসরো।
1:11 AM, 15 Jul

৯৭৮ কোটি টাকা মূল্যের এই অভিযানকে শুরুর সোপান হিসাবে ধরছেন ইসরো প্রধান কে সিভান। এরপর চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর।
1:10 AM, 15 Jul

১১ বছর আগে এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছিলেন পূর্বতম প্রধানমন্ত্রী মনমোহন সিং। যা সফল হতে চলেছে।
1:09 AM, 15 Jul

রবিবার ভোর ৬টা ৫১ মিনিট থেকে ২০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছে। যা শেষ হবে আর কিছুক্ষণের মধ্যেই।
1:08 AM, 15 Jul

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উতক্ষেপণ হবে। ৫০ দিন পর চন্দ্রযান ২ এর চাঁদের মাটি ছোঁয়ার কথা।
1:06 AM, 15 Jul

এটি ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান। তবে অভিযান সফল হলে প্রথমবার চাঁদে পা রাখবে ভারত।
1:06 AM, 15 Jul

এদিন রাত ২টো বেজে ৫১ মিনিটে উতক্ষেপণ হবে জিএসএলভি এমকে ৩ লঞ্চ প্যাডের মাধ্যমে।

English summary
Chandrayaan-2 : Get all the live updates of ISRO's historic Moon mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X