For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ বছর আগে আজকের দিনেই ভারতের ইতিহাস বদলেছিল চন্দ্রযান ১

১১ বছর আগে আজকের দিনেই ভারতের ইতিহাস বদলেছিল চন্দ্রযান ১

Google Oneindia Bengali News

১১ বছর আগে আজকের দিনেই চন্দ্রযান-১ পাড়ি দিয়েছিল চাঁদের পথে। সেটাই ছিল ভারতের প্রথম চাঁদ অভিযান। শ্রীহরি কোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ১। ২০০৮ সালের ২২ অক্টোবর ভারতের এই অভিযান সহজ ছিল না। চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই এসেছিল সাফল্য।

 চন্দ্রযান-১ জানিয়েছিল লুনার সারফেসে বাস্পের আকারে রয়েছে জল

চন্দ্রযান-১ জানিয়েছিল লুনার সারফেসে বাস্পের আকারে রয়েছে জল

৩৪০০ বার চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছিল চন্দ্রযান-১। ৩১২ দিন পর্যন্ত মহাকাশে কাজ করে গিয়েছিল সেটি। চন্দ্রযান-১ ই প্রথম জানায় চাঁদের লুনার সারফেসে বাস্পের আকারে রয়েছে জল। প্রোজেক্টের ডিরেক্টর এম আন্নাদুরাই জানিয়েছেন, সহজে হয়নি সবটা কাজ। প্রথম থেকেই একাধিক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়েছে। প্রতি মুহূর্তে চরম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল।

উ‌ৎক্ষেপনের সময় শুরু হয়েছিল প্রবল ঝড়বৃষ্টি

উ‌ৎক্ষেপনের সময় শুরু হয়েছিল প্রবল ঝড়বৃষ্টি

এম আন্নাদুরাই সেদিনের অভিজ্ঞতার কথা জানাতে গিেয় বলেছেন, প্রবল প্রকৃতির বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিব চন্দ্রযান-১য়ের উৎক্ষেপনের সময়। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ঠিক উৎক্ষেপনের সময় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। ইসরোর ২০০ কর্মী প্রায় উৎকণ্ঠায় প্রহর গুণছিলেন। প্রতি মুহূর্তে অভিযানের সাফল্যের জন্য তাঁরা প্রার্থনা করে চলেছিলেন।

চন্দ্রযান-১ ত্রুটি ধরা পড়েছিল

চন্দ্রযান-১ ত্রুটি ধরা পড়েছিল

উ‌ৎক্ষেপনের আগে চন্দ্রযান-১ ত্রুটি ধরা পড়েছিল বলে জানিয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান কে মাধবন নায়ার। সেসময় ইসরোর চেয়ারম্যান ছিলেন তিনি। সেই ত্রুটি সারিয়ে তবে উৎক্ষেপন করা হয়েছিল চন্দ্রযানকে। উৎক্ষেপনের ঠিক ২ ঘণ্টা আগে ধরা পড়েছিল লিকেজ। সেটা সারিয়ে নির্ধারিত সময়ে পাড়ি দিয়েছিল চন্দ্রযান।

প্রথম চন্দ্রযানের সাফল্যই মঙ্গলযানের পথ দেখিয়েছিল। সেই সূত্র ধরেই তৈরি হয় দ্বিতীয়বার চাঁদ অভিযানের পরিকল্পনা। যদিও সেটা শেষ পর্যন্ত সাফল্যের হয়নি।

English summary
Chandrayaan-1 was country's 1st mission to the Moon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X