For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্র বাঁচাতে সন্তান জন্মের ডাক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর, ভাইরাল হল খবর

এন চন্দ্রবাবু নাইড়ু রোবট বা যন্ত্রমানবের উপরে নির্ভরতা কমাতে আরও বেশি করে সন্তানের জন্ম দিতে অনুরোধ করেছেন রাজ্যের অভিভাবকদের।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু রোবট বা যন্ত্রমানবের উপরে নির্ভরতা কমাতে আরও বেশি করে সন্তানের জন্ম দিতে অনুরোধ করেছেন রাজ্যের অভিভাবকদের। যা নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

অন্ধ্র বাঁচাতে সন্তান জন্মের ডাক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

নাইড়ুর বক্তব্য, শিক্ষিত ব্যক্তিরা কড়া অনুশাসনের সঙ্গ পরিবার পরিকল্পনা করেন। একটির বেশি সন্তান হলে তা চাপ বলে ভাবেন। যার ফল রাজ্যকে ভোগ করতে হচ্ছে। এমন চলতে থাকলে আগামিদিনে রাজ্যে শুধুই বৃদ্ধদের বাস হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, আগে আমি নিজে পরিবার পরিকল্পনার উপরে জোর দিয়েছিলাম। তবে এখন আমি বলছি, আরও বেশি করে সন্তানের জন্ম দিন। যাতে রোবটের উপরে আমাদের নির্ভরতা কম আসে।

প্রসঙ্গত, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন চন্দ্রবাবু নাইড়ু। গত জুন মাসে তিনি মন্তব্য করে বসেন, যারা এই সরকারের বিরুদ্ধে অথচ সুবিধা পেয়ে আসছেন তারা সব সুবিধা ফেরত দিন। এমনকী এই রাজ্যের রাস্তায় হাঁটবেনও না। এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছিল। চন্দ্রবাবু নাইড়ুর এবারের মন্তব্য কতটা বিতর্ক বাঁধায় সেটাই এখন দেখার।

English summary
Chandrababu Naidu's advice to parents to have more kids or we will need to employ robots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X