For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-এর মতোই 'ঐতিহাসিক' ভুল করেছে টিডিপি! বিজেপির সঙ্গ ছেড়ে অনুতাপ চন্দ্রবাবু নাইডুর

সাধারণ নির্বাচনের একবছর আগে তাঁর এনডিএ ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল। প্রথমবারের জন্য নিজের সিদ্ধান্ত সম্পর্কে এমনই মন্তব্য করেছেন চন্দ্রবাবু নাইডু। ২০১৮-র মে মাসে তাঁর ওই সিদ্ধান্তের জন্যই বিধানসভার পাশা

  • |
Google Oneindia Bengali News

সাধারণ নির্বাচনের একবছর আগে তাঁর এনডিএ ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল। প্রথমবারের জন্য নিজের সিদ্ধান্ত সম্পর্কে এমনই মন্তব্য করেছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। ২০১৮-র মে মাসে তাঁর ওই সিদ্ধান্তের জন্যই বিধানসভার পাশাপাশি লোকসভা নির্বাচনে টিডিপির ভরাডুবি হয়েছে বলে মনে করছেন তিনি।

ভুল স্বীকার চন্দ্রবাবুর

ভুল স্বীকার চন্দ্রবাবুর

বিশাখাপত্তনমে দলের বর্ষীয়ান নেতা এবং সক্রিয় সদস্যদের সঙ্গে দলের অবস্থার পর্যালোচনায় বলেছিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। যে দল গত ৫ বছর রাজ্য শাসন করেছে, সেই দল বিধানসভায় ১৭৫ আসনের মধ্যে মাত্র ২৩ টি আসন দখল করেছে। অন্যদিকে সাংসদ সংখ্যা নেমে গিয়েছে তিন-এ। নাইডু বলেছেন, তিনি কখনই ভাবতে পারেননি দলের ফল এত খারাপ হবে।

 রাজনৈতিক ধাক্কা

রাজনৈতিক ধাক্কা

চন্দ্রবাবু বলেছেন, অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদার দাবিতে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্যাগ করেছিল টিডিপি। কিন্তু এই সিদ্ধান্ত বড় ধাক্কা দিয়েছে। কেন্দ্রের অসহযোগিতার জেরে একদিকে যেমন অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ঠিক তেমনই রাজনৈতিকভাবে ক্ষমতা হারিয়েছে টিডিপি। দলের হার নিয়ে একাধিক সমীক্ষা করিয়েছেন তিনি। বিজেপির সঙ্গ ছাড়ার পর সারা দেশে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন তিনি। বন্ধু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইচডি দেবেগৌড়া, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে।

কংগ্রেসের সঙ্গে জোটে ধাক্কা

কংগ্রেসের সঙ্গে জোটে ধাক্কা

নাইডু শুধু এনডিএ সরকার থেকে দলকে সরিয়ে নেননি, তিনি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। ডিসেম্বরে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন মহাকুটামিতে যোগ দিয়েছিল টিডিপি। যদিও সেখানে ফের ক্ষমতায় আসে টিআরএস।

 ২০০৭-এ প্রথম ইউপিএ থেকে বেরিয়ে গিয়েছিল সিপিএম

২০০৭-এ প্রথম ইউপিএ থেকে বেরিয়ে গিয়েছিল সিপিএম

চন্দ্রবাবু নাইডুর শিবির পরিবর্তনের সিদ্ধান্ত খানিকটা মিলে যায় ২০০৭ সালে প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে সিপিএমের সমর্থন প্রত্যাহারে সিদ্ধান্তের সঙ্গে। ২০০৭ সালের সেই সিদ্ধান্তই সিপিএমকে কার্যত পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করে, যেমনটি করেছে অন্ধ্রপ্রদেশে টিডিপিকে। সিপিএম-এর ক্ষেত্রে প্রথম ধাক্কা লেগেছিল ২০০৯ সালে একধাক্কায় লোকসভা আসন ১৫-এ নেমে গিয়ে।ছ। পরবর্তী কালে ২০১১ সালে তৃণমূলের কাছে পরাজিত হয় তারা।

English summary
Chandrababu Naidu regrets his decision to quit BJP-led NDA govts a year before general elections. Naidu was reviewing disastrous performance of the TDP in the elections with senior leaders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X