For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার দেখানো পথে প্রত্যাঘাত কংগ্রেসকে, দল ভাঙিয়ে শাসকশিবিরে যোগ বিধায়কের

কংগ্রেসকে ভাঙতে পথ দেখিয়েছিল বাংলা।এবার সেই পথে হেঁটে কংগ্রেস ভাঙার খেলা শুরু করলেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশে উন্নয়নের ভেলায় চড়তে দল ছেড়ে তেলেগু দেশম পার্টিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে ভাঙতে পথ দেখিয়েছিল বাংলা। আরও স্পষ্ট করে বললে, একদা কংগ্রেস-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যে তাঁর পুরনো দলের কোমর ভেঙে দিয়েছিলেন। এবার সেই পথে হেঁটে কংগ্রেস ভাঙার খেলা শুরু করলেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশে উন্নয়নের ভেলায় চড়তে দল ছেড়ে তেলেগু দেশম পার্টিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক।

মমতার দেখানো পথে প্রত্যাঘাত কংগ্রেসকে, দল ভাঙিয়ে শাসকশিবিরে যোগ বিধায়কের

এতদিন বাংলায় যে ছবি দেখা গিয়েছিল, সেই একই ছবি দেখা গেল অন্ধ্রপ্রদেশে। বৃহস্পতিবার রাজ্যের শাসকদলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক কন্দ্রু মুরলিমোহন। তাঁকে নিজের দলে স্বাগত জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ২০০৯ সালে বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখরের ক্যাবিনেটমন্ত্রী হয়েছিলেন মরলিমোহন।

লোকসভা নির্বাচনের আগে এমন এক হেভিওয়েট নেতার দলত্যাগে স্বভাবতি চাপে কংগ্রেস। দলবদল করে তিনি জানান, এ রাজ্যের বহু জায়গাতেই কংগ্রেসের হাল খুব খারাপ। কংগ্রেস সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলছে। সেই কারণেই তিনি কংগ্রেস ছেড়ে উন্নয়নের জোয়ারে ভাসতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হাত ধরলেন বলে জানিয়েছেন।

[আরও পড়ুন:রাহুল কি সত্যিই গিয়েছেন মানসরোবরে! সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে প্রশ্ন ][আরও পড়ুন:রাহুল কি সত্যিই গিয়েছেন মানসরোবরে! সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে প্রশ্ন ]

এদিন তাঁর মুখে চন্দ্রবাবু নাইডুর ভূয়সী প্রশংসা। তিনি বলেন, চন্দ্রবাবু নাইডু সাধারণ মানুষের জন্য কাজ করছেন। ঘাটতি নিয়েও তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের ধারায়। রাজ্যের উন্নয়নে নানা প্রকল্পের বন্যা বইছে চন্দ্রবাবু নাইডুর আমলে। চন্দ্রবাবু নাইডু স্বয়ং মুরলিমোহনকে দলে চেয়েছিলেন একান্তভাবে।

[আরও পড়ুন: ব্রিজের নিচে 'আশ্রয়' বাংলাদেশিদের! সেতু বিপর্যয়ে মমতাকে এনআরসি খোঁচা দিলীপের][আরও পড়ুন: ব্রিজের নিচে 'আশ্রয়' বাংলাদেশিদের! সেতু বিপর্যয়ে মমতাকে এনআরসি খোঁচা দিলীপের]

২০১৯ সালে লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন ধরিয়ে দিল টিডিপি। ফলে এই দলবদল আগামী নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় যে ধারা শুরু হয়েছিল, এবার অন্ধ্রপ্রদেশেও একই ছায়া, যা চিন্তায় রাখবে রাহুল ব্রিগেডকে।

[আরও পড়ুন: ক্ষতিপূরণ দেবে রেলও, মমতার পর নিহত ঠিকাকর্মীদের পরিবারের পাশে মেট্রো কর্তৃপক্ষ][আরও পড়ুন: ক্ষতিপূরণ দেবে রেলও, মমতার পর নিহত ঠিকাকর্মীদের পরিবারের পাশে মেট্রো কর্তৃপক্ষ]

English summary
Congress MLA leaves party and joins in TDP. Chandrababu Naidu breaks Congress in way to Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X