For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-আদর্শে মাস্টারস্ট্রোক! রাজ্যের বেকার যুবকদের জন্য ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী

বিজেপির সঙ্গ ছাড়ার পর মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলতে চেয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবার বেকার যুবকদের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায়।

Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গ ছাড়ার পর মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলতে চেয়েছেন। চলার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণও করে চলেছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবার বেকার যুবকদের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায়। লোকসভার আগে একই পথে হেঁটে বেকার যুবককের জন্য দিলেন সুখবর। মাসিক হাজার টাকা করে বেকার-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

মমতা-আদর্শে মাস্টারস্ট্রোক! রাজ্যের বেকার যুবকদের জন্য ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী

আর বলাও যা, রূপায়ণও তাই। এই পথেও মমতার অনুসরণ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী ২ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। যুবকরা ভাতা পাবেন। এই ভাতা প্রদান প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবা নেস্তম স্কিম। প্রতি মাসের প্রথম সপ্তাহে বেকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।

[আরও পড়ুন:মমতা-আদর্শে মাস্টারস্ট্রোক! রাজ্যের বেকার যুবকদের জন্য 'সুখবর' দিলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:মমতা-আদর্শে মাস্টারস্ট্রোক! রাজ্যের বেকার যুবকদের জন্য 'সুখবর' দিলেন মুখ্যমন্ত্রী]

মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না ওই যুবকদের কোনও কর্মসংস্থান হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিশেষ ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১২০০ কোটি টাকা। তেলেগু দেশম পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বেকার যুবরে স্বনির্ভর করে তুলতে আর্থিক সাহায্য করা হবে। সেইমতো বেকার ভাতার সার্টিফিকেট উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে মঙ্গলবার। রাজ্যের ১৭৫ বিধায়কের হাতে ওই সার্টিফিকেট দেওয়া হবে বেকার যুবকদের দেওয়ার জন্য।

মমতা-আদর্শে মাস্টারস্ট্রোক! রাজ্যের বেকার যুবকদের জন্য ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী

[আরও পড়ুন:বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত 'সভাপতি'র! বৈঠকের মাঝেই হাতাহাতি][আরও পড়ুন:বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত 'সভাপতি'র! বৈঠকের মাঝেই হাতাহাতি]

তবে শুধু ভাতা প্রদান করেই ক্ষান্ত থাকবে না টিডিপি সরকার। তারা বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর করতে প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেবে। যুবকদের আত্মনির্ভর করতেই এই প্রয়াস সরকারে। রাজ্যের বিধানসভায় এই প্রকল্প নিয়ে প্রস্তাব পাস হয়ে গিয়েছে। সেইমতোই শুরু হচ্ছে নয়া প্রকল্পের পথ চলা।

[আরও পড়ুন:সেরা সাংসদের তকমা ফের তাঁর মাথায়, নবীনের দল হেলায় হারছে প্রবীণের উদ্যমের কাছে][আরও পড়ুন:সেরা সাংসদের তকমা ফের তাঁর মাথায়, নবীনের দল হেলায় হারছে প্রবীণের উদ্যমের কাছে]

English summary
Chief Minister of Andhra Pradesh Chandrababu Naidu announces monthly grant for the unemployed youth. He follows Bengal CM Mamata Banerjee in that case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X