For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রে তেরঙ্গা মুছে এঁকে দেওয়া হল দলীয় পতাকা, জগন্মোহনকে তোপ চন্দ্রবাবুর

জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুললেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশ জুরে নাকি জাতীয় পতাকা সরিয়ে নিজের দলের পতাকা লাগাচ্ছেন জগন্মোহন রেড্ডি।

Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুললেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশ জুরে নাকি জাতীয় পতাকা সরিয়ে নিজের দলের পতাকা লাগাচ্ছেন জগন্মোহন রেড্ডি। এমনই অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেটা যে সত্যি তার সমর্থনে একটি ছবিও টুইট করেছেন চন্দ্রবাবু নাইডু।

জাতীয় পতাকার অবমাননা

অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি জাতীয় পতাকা সরিয়ে নিজের দলের পতাকা লাগাচ্ছেন। টুইটে ছবি শেয়ার করে এমনই অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশের একটি পঞ্চায়েত অফিসের েদওয়ালে গায়ে রাঙানি জাতীয় পতাকা মুছে ফেলে সেখানে দলীয় পতাকা আঁকা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদ জানিয়েছে বিজেপিও

প্রতিবাদ জানিয়েছে বিজেপিও

ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজেপিও। বিজেপির ইউনিট প্রেসিডেন্ট কান্না লক্ষ্মীনারায়ণ অভিযোগ করেছেন, তেরঙ্গা আঁকা দেওয়াল নতুন করে রং করা হয়েছে জগন্মোহনের দলীয় পতাকার রঙে। এটাকে জাতীয় পতাকার ঘোর অবমাননা বলে অভিযোগ করেছেন তিনি।

নির্দেশ তেমনই কাজ

নির্দেশ তেমনই কাজ

যে গ্রামপঞ্চায়েতের দফতের দেওয়ালে এই রং করা হয়েছে সেখানকার আধিকারিকরা জানিয়েছেন তাঁরা শুধু নির্দেশ মেনে কাজ করেছেন। তাঁদের বলা হয়েছিল জাতীয় পতাকা আঁকা দেওয়ালে ওয়াই এস আর কংগ্রেসের পতাকা আর জগন্মোহন রেড্ডির মুখ আঁকতে হবে। তাঁরা নির্দেশ অনুসরণ করেছেন মাত্র।

জগন্মোহন রেড্ডি ক্ষমতায় আসার পর থেকে একাধিক পদক্ষেপ নিয়েছেন রাজ্য জু়ড়ে। চন্দ্রবাবু নাইডুর নির্দেশে তৈরি সব ভবন বেআইনি ঘোষণা করে সেগুলি ভাঙা হয়েছে। চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকী তাঁকে বাসভবন থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

English summary
Chandrababu Naidu accused the Jaganmohan Reddy government disrespecting the tricolour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X