For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চণ্ডীগড় : ১ এপ্রিল থেকে বন্ধের মুখে সমস্ত মদের দোকান

হাইওয়েতে মদের দোকান বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার জন্যই আইনের জালে পড়ে চণ্ডীগড় শহরের সমস্ত মদের দোকান বন্ধ হতে চলেছে ১ লা এপ্রিল থেকে।

  • |
Google Oneindia Bengali News

চণ্ডীগড়, ২৭ ফেব্রুয়ারি : হাইওয়েগুলিতে সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ গত ডিসেম্বর মাসেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে এপ্রিল মাসের প্রথমদিন থেকেই চণ্ডীগড়ে বন্ধ হতে চলেছে 'হাইওয়েতে' অবস্থিত মদের দোকানগুলি।[এপ্রিল থেকে হাইওয়ের ধারে থাকবে না মদের দোকান, রায় সুপ্রিম কোর্টের]

আইনের প্যাঁচে পড়ে, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার আওতায় পড়ে গিয়েছে, চণ্ডীগড় শহরের প্রায় সমস্ত মদের দোকনই। কারণ সুপ্রিমকোর্টের নির্দেশে বলা হয়েছে, 'হাইওয়ে' বা সড়কের ওপরের মদের দোকান বন্ধ করতে হবে। 'হাইওয়ে' বা 'সড়ক' বলতে সমস্ত রাজ্য-সড়ক ও 'জাতীয়- সড়কে' মদের দোকান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, চণ্ডীগড়ে সমস্ত বড় রাস্তাগুলিই 'রাজ্য সড়কের' আওতায় পড়ছে। আর সেই অনুযায়ী, বড় রাস্তার ধারের সমস্ত মদের দোকানই বন্ধ রাখতে হবে চণ্ডীগড়ে।[মদ খেয়ে ড্রাইভিং করলে আর রেহাই নয়, সাবধান!]

চণ্ডীগড় : ১ লা এপ্রিল থেকে বন্ধের মুখে সমস্ত মদের দোকান

বর্তমানে চণ্ডীগড়ের যা পরিস্থিতি, তাতে একটি জাতীয় সড়ক বাদ দিলে বাকি রাজ্য সড়কের সবকটিই শহরের বড় রাস্তা হিসাবে ধরে নেওয়া হয়। উল্লেখ্য প্রায় ২০ বছর আগে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের তরফে রাস্তার বিভক্তিকরণের কাজ হয়। যাতে শহরের রাস্তা বিভক্তিকরণের কাজে টাকায় কমতি না হয় , তার জন্য চণ্ডীগড়ের পুরকর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকেও দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিভক্তিকরণের ফলে দেখা যায়, শহরের মধ্যে সমস্ত রাস্তাই রাজ্য-সড়ক হিসাবে বিবেচিত হচ্ছে।[পশ্চিমবঙ্গের এই জেলার গ্রামেই প্রথম নিষিদ্ধ হল মদ]

এদিকে, এপ্রিল মাসের প্রথম থেকে 'হাইওয়েতে' মদের দোকান বন্ধের নির্দেশিকা লাগু হওয়ার আগে, রাস্তার বিভক্তিকরণজনিত সঙ্কটে নড়চড়ে বসেছে প্রশাসন। চণ্ডীগড় শহরে যেকোনও উল্লম্ব রাস্তাই রাজ্যসড়ক হিসাবে বিবেচিত হয়। রাস্তার দুদিকের যেকোনও ৫০০ মিটার ধরে গেলে , সমস্ত রাস্তাই আইনতভাবে রাজ্যসড়ক। আর এই শহরের সমস্ত সেক্টর গুলি এই ৫০০মিটার রাজ্য সড়কের আওতায় পড়ে যায়। ফলত নতুন নিয়ম অনুযায়ী এখন আইনের বেড়াজালে পড়ে গিয়েছে চণ্ডীগড়। তাই শহরের সমস্ত মদের দোকান আগামী ১ লা এপ্রিল থেকে বন্ধ হওয়ার মুখে।['স্কচ হুইস্কি' আমদানিতে ভারত বিশ্বের তৃতীয় সেরা দেশ!]

English summary
Each liquor shop in the city — whether in a five-star hotel, a restaurant or a vend — is staring at closure from April 1, when the December judgment of the Supreme Court on closure of liquor shops on state highways and national highways takes effect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X