For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জালিয়াতি মামলায় প্রাক্তন আইসিআইসিআই কর্ত্রী চন্দা কোছরের বাড়ি ইডির তল্লাশি

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী চন্দা কোছরের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী চন্দা কোছরের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তাঁর স্বামী দীপক কোছরের নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে এদিন তল্লাশি চলেছে। এছাড়া ভিডিওকম গোষ্ঠীর বেণুগোপাল ধূতের বাড়িতেও ইডি হানা দিয়েছে।

জালিয়াতি মামলায় প্রাক্তন আইসিআইসিআই কর্ত্রী চন্দা কোছরের বাড়ি ইডির তল্লাশি

ভিডিওকনকে অবৈধ উপায়ে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাতেই নাম জড়িয়েছে চন্দা কোছর ও তাঁর স্বামী দীপকের।

আর্থিক তছরুপের অভিযোগে ইডি কোছর ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানুয়ারি মাসে সিবিআইয়ে অভিযোগ জমা পড়ে। ২ ফেব্রুয়ারি ইডি মামলা করেছে।

সিবিআই চন্দা কোছর, দীপক কোছর ও ধূতের নামে অভিযোগ এনেছে। এছাড়া ধূতের তৈরি সংস্থা সুপ্রিম এনার্জি ও দীপক কোছরের তৈরি সংস্থা নিউপাওয়ার রিনিউএবেলসের বিরুদ্ধে এফআইআর করেছে।

অভিযোগ, আইসিআইসিআই থেকে ঋণ পাইয়ে দিতে ধূতকে সাহায্য করায় তাঁরা দীপক কোছরের সংস্থাতে বিনিয়োগ করে। অর্থাৎ বিনিময় প্রথায় দুর্নীতি হয়েছে। আর এসবই হয়েছে ২০০৯ সালে চন্দা কোছর আইসিআইসিআই এর দায়িত্ব হাতে পাওয়ার পরে।

[আরও পড়ুন: সেজে উঠেছে ওয়াঘা! পঞ্জাবে অভ্যর্থনার আগে বিমানে অভিনন্দনের বাবা-মাকে ঘিরে তুমুল উচ্ছ্বাস][আরও পড়ুন: সেজে উঠেছে ওয়াঘা! পঞ্জাবে অভ্যর্থনার আগে বিমানে অভিনন্দনের বাবা-মাকে ঘিরে তুমুল উচ্ছ্বাস]

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১৮৭৫ কোটি টাকার ঋণ ছয় কিস্তিতে দেওয়া হয়। ২০০৯ সালের জুন থেকে ২০১১ সালের অক্টোবরের মধ্যে ঋণ দেওয়া হয় ব্যাঙ্কের নিয়মকানুন একেবারেই না মেনে।

[আরও পড়ুন: বৈষ্ণোদেবীর কাছাকাছি আসার চেষ্টা করেছিল পাক যুদ্ধবিমান, সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাড়িয়ে দেয় ভারত][আরও পড়ুন: বৈষ্ণোদেবীর কাছাকাছি আসার চেষ্টা করেছিল পাক যুদ্ধবিমান, সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাড়িয়ে দেয় ভারত]

English summary
Chanda Kochhar, Videocon chief Venugopal Dhoot's homes searched in loan fraud case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X