For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা নিলে সংক্রমণ কি কমছে?‌ নিরাপদ থাকছেন কতজন?‌ সবই জানা গেল নতুন সমীক্ষায়

টিকা নিলে সংক্রমণ কি কমছে?‌

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া উচিৎ নাকি প্রয়োজন নেই! এ প্রশ্ন মনের মধ্যে বহুবারই ঘুরপাক খেয়েছে অজস্র মানুষের। তার প্রধাণ কারণ চিকিৎসকেরা বারে বারেই এ কথা বলছেন, করোনা টিকা নিলেও আপনি ভাইরাস সংক্রমিত হবেন না, তা কিন্তু নয়। একটু অসাবধান হলেই ভাইরাস অন্যান্য আর পাঁচজনের মতো আপনার শরীরেও ছোবল বসাতে পারে। তবে হ্যাঁ, টিকা নেওয়া থাকলে আপনার ক্ষেত্রে তা প্রাণঘাতী হবে না। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সম্প্রতি ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতাল এক সমীক্ষায় প্রকাশ করেছে যে কোভিড টিকাকরণের পর মাত্র ০.‌০৬ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তির প্রয়োজন এবং ভাইরাস থেকে সুরক্ষিত থাকেন ৯৭.‌৩৮ শতাংশ মানুষ। কোভিড–১৯–এর '‌ব্রেক থ্রু ইনফেকশন’‌ (টিকা দেওয়ার পরে সংক্রমণ) এর ফ্রিকোয়েন্সি মূল্যায়নের জন্য হাসপাতালটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

টিকা নিলে সংক্রমণ কি কমছে?‌ নিরাপদ থাকছেন কতজন?‌ সবই জানা গেল নতুন সমীক্ষায়


এই সমীক্ষা করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের ওপর, যাঁরা কোভিড–১৯ উপসর্গ নিয়ে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে আসেন কোভিশিল্ড ভ্যাকসিনেশনের প্রথম ১০০ দিনের মাথায়। ওই সমীক্ষাটি এখন মেডিক্যাল জার্নালে প্রকাশ করার জন্য বর্তমানে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অনুপম সিবল জানিয়েছেন যে, '‌সম্প্রতি ভারতে দ্বিতীয় করোনা ওয়েভের বাড়বাড়ন্ত কেস বৃদ্ধি দেখতে পাচ্ছি, টিকাকরণ কর্মসূচিও এর সঙ্গে চলছে। টিকাকরণের পর সংক্রমণের রিপোর্ট পাওয়া যাচ্ছে, যা ব্রেকথ্রো ইনফেকশন নামে পরিচিত। এই সংক্রমণ কিছুজনের আংশিক বা সম্পূর্ণ টিকাকরণের পরও হতে পারে।’‌

পেডিয়াট্রিক গ্যাসট্রোলজির বিশেষজ্ঞ ডাঃ সিবল বলেন, '‌এই সমীক্ষা থেকে বোঝা গিয়েছে যে কোভিড–১৯ টিকাতরণ ১০০ শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে অসফল। এমনকি পুরো টিকা দেওয়ার পরেও, এটি গুরুতর রোগের বিরুদ্ধে রক্ষা করে। আমাদের সমীক্ষা দেখিয়েছে যে ৯৭.‌৩৮ শতাংশ, যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁরা ভাইরাস থেকে সুরক্ষিত এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার মাত্র ০.‌০৬ শতাংশ। সমীক্ষার ফলাফল দেখায় যে ব্রেকথ্রো সংক্রমণ কেবলমাত্র অল্প শতাংশে ঘটে এবং এগুলি প্রাথমিকভাবে ছোটখাটো সংক্রমণ যা গুরুতর রোগের দিকে পরিচালিত করে না। এখানে কোনও আইসিইউতে ভর্তি হতে হয় না। আমাদের সমীক্ষা টিকাকরণের কর্মসূচিকে আরও জোরালো করবে।’‌

এই সমীক্ষা করা হয়েছে ৩,২৩৫ জন স্বাস্থ্য কর্মীর ওপর। এই সমীক্ষার সময় ৩,২৩৫ জন স্বাস্থ্য কর্মীর মধ্যে ৮৫ জন কোভিড–১৯–এ আক্রান্ত হন। এর মধ্যে ৬৫ জনের সম্পূর্ণ টিকাকরণ করা ছিল এবং ২০ জনের আংশিক। এর মধ্যে মহিলাদের আক্রান্তের সংখ্যাও বেশি ছিল।

English summary
chances of hospitalisation very few after covid vaccination study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X