For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রে পরবর্তী সরকার কী আদৌ গড়তে পারবে বিজেপি, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

জনপ্রিয়তা কমলেও, দেশের মানুষের বড় অংশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান। আর কেন্দ্রে পরবর্তী সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবিপি নিউজের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

জনপ্রিয়তা কমলেও, দেশের মানুষের বড় অংশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান। আর কেন্দ্রে পরবর্তী সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবিপি নিউজের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

কেন্দ্রে পরবর্তী সরকার কী আদৌ গড়তে পারবে বিজেপি, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

২০১৭-র মে মাসে করা এবিপি নিউজ-সিএসডিএস-এর সমীক্ষায় সারা দেশে বিজেপি ৪৫ শতাংশ ভোট পেতে পারে বলে জানানো হয়েছিল। আর ২০১৮-র মে মাসে করা সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এখনই ভোট হলে তারা ৩৭ শতাংশ ভোট পেতে পারে বলে উঠে এসেছে সমীক্ষায়।

কংগ্রেসের ক্ষেত্রে যেখানে ২০১৭-তে ২৭ শতাংশ ভোট পাওয়ার কথা জানানো হয়েছিল, সেখানে এখনই ভোট হলে কংগ্রেস পেতে পারে ৩১ শতাংশ ভোট।

শতাংশের নিরিখে বামেদের প্রাপ্ত ভোটের পরিমাণ একই থাকছে। অর্থাত তা ৩ শতাংশেই থাকতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে।

২০১৪-র নির্বাচনে বিজেপি পেয়েছিল ২৮২ টি আসন। যদিও পরবর্তী সময়ে উপনির্বাচনে সেই আসন সংখ্যা হ্রাস পায়। জোট সঙ্গী শিবসেনা পেয়েছিল ১৮ টি আসন। এবং অপর জোটসঙ্গী তেলেগু দেশম পার্টি পেয়েছিল ১৬ টি আসন। এছাড়াও অকালি দল ৪ টি এবং লোক জনশক্তি পার্টি পেয়েছিল ৬ টি আসন। নিদেজের সংখ্যাগরিষ্ঠতা থাকার পাশাপাশি শরিকদলের আসন নিয়ে তা ছিল ৩০০-র অনেকটাই বেশি।

এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র আসন সংখ্যা কমে হতে পারে ২৬৯ থেকে ২৭৯-এর মধ্যে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৬০ থেকে ১৬৮ টি আসন। যা কিনা সংখ্যাগরিষ্ঠতা থেকে প্রায় ১০০ কম। সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারে বলেই সমীক্ষায় উঠে এসেছে।

English summary
Chances of formation of next Govt in Centre will be by BJP, says ABP News Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X