For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেস্তে গেল দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণা

ভেস্তে গেল দিল্লিতে আপ কংগ্রেস জোটের সম্ভাবনা। এদিন সকালে দিল্লির কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই আড়াআড়ি ভাগ হয়ে যায় কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

ভেস্তে গেল দিল্লিতে আপ কংগ্রেস জোটের সম্ভাবনা। এদিন সকালে দিল্লির কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই আড়াআড়ি ভাগ হয়ে যায় কংগ্রেস। শীলা দীক্ষিত জোটের বিরোধিতা করেন। অন্যদিকে, অজয় মাকেন কেজরিওয়ালের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন বলে জানা গিয়েছে।

ভেস্তে গেলে দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণার

এর আগে জোট নিয়ে কংগ্রেস এবং আপ, দুদলই পরিষ্কার ভাবে কিছু জানায়নি। বলা যেতে পারে কংগ্রেসের তরফে নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয় শীলা দীক্ষিত, অজয় মাকেন, পিসি চাকোদের। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপের সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসের মধ্যে বিরোধিতা রয়েছে। সেই বিরোধই এদিন প্রকাশ হয়ে পড়ে। সূত্রের খবর অনুয়ায়ী, একদিকে ভোট দেন ছয় জন। অপর দিকে পাঁচ জন। রাহুল গান্ধী বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির! নেতৃত্বে অর্জুন সিং, দেখুন ভিডিও][আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির! নেতৃত্বে অর্জুন সিং, দেখুন ভিডিও]

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত অন্যদিনের মতো এদিনও শুরু থেকেই জোটের বিপক্ষে সওয়াল করেন। তবে তিনি সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের ওপরই ছেড়ে দেন।

[আরও পড়ুন:চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির][আরও পড়ুন:চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির]

আপ ইতিমধ্যেই দিল্লির সাত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। রাহুল গান্ধীও জানিয়েছিলেন কংগ্রেস দিল্লির সাতটি আসনেই লড়াই করবে। তবে ভিতরে ভিতরে দুই দলের তরফে ইচ্ছা জানিয়ে রাখা হয়েছিল বলেই সূত্রের খবর। এনসিপি নেতা শারদ পাওয়ার দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করেছিলেন বলে জানা গিয়েছিল।

[আরও পড়ুন: কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী নেতা জঙ্গি মাসুদের জামাই! সাহারানপুরে বিজেপির সভা থেকে যোগীর তোপ ][আরও পড়ুন: কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী নেতা জঙ্গি মাসুদের জামাই! সাহারানপুরে বিজেপির সভা থেকে যোগীর তোপ ]

English summary
Chances of Congress alliance in Delhi with Aap has broken. On Monday morning Rahul Gandhi met his party leaders in Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X