হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ! সিবিআই তদন্ত এড়াতে সুপ্রিম কোর্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
রাজ্যের শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে দেখা গেল মুখ্যমন্ত্রী ত্রিবেদ্র সিং রাওয়াতকে। এদিকে ইতিমধ্যেই নোট বাতিলের সময় এক ব্যক্তির সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগে দুই সাংবাদিয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় উত্তরাখন্ড হাইকোর্ট। এবার সেই রায়কেই পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বুধবার দেশের শীর্ষ আদলতে আবেদন করলেন ত্রিবেদ্র সিং রাওয়াত। তাকে এই কাজে সাহায্য করছেন আইনজীবী দিব্যম আগরওয়াল।

প্রসঙ্গত উল্লেখ্য,ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করায় উমেশ শর্মা এবং শিবপ্রসাদ সেমওয়াল নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে দেখা যায় রাজ্য সরকারকে। বর্তমানে সিবিআই তদন্তের নির্দেশের পাশাপাশি রাজ্য প্রশাসনকে ওই সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার তাতেই রীতিমতো চাপে উত্তরাখণ্ডের বিজেপি সরকার।
এদিকে ২০১৬ সালে নোটবন্দির সময়েই আসল ঘটনার সূত্রপাত। অভিযোগ ওই সময়েই এক ব্যক্তিকে 'গো সেবা আয়োগে’র শীর্ষ পদে বসানোর লোভ দেখিয়ে ত্রিবেন্দ্র রাওয়াত তাঁর কাছ বিশালঅঙ্কের ঘুষ নেন। আইনি বেড়াজাল এড়াতে এরপর সেই টাকা নিজের অ্যাকাউন্টে না পাঠিয়ে আত্মীয়দের একাধিক অ্যাকাউন্টে ট্রান্সফার করান খোদ মুখ্যমন্ত্রীই। কিছুদিন আগেই গোটা ঘটনার কথা ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আনেন দুই সাংবাদিক। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার 'অপরাধে’ তারপরেই তাদের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করতে দেখা যায় উত্তরাখণ্ড পুলিশকে।
অমিত শাহ-ধনখড় বৈঠক! পুলিশের মাধ্যমে রাজ্য শাসন, বিস্ফোরক রাজ্যপাল