For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী চাওয়ালা হলে আমরা দুধওয়ালা', উত্তরপ্রদেশে ভোটমঞ্চ থেকে গর্জে উঠে কী বললেন অখিলেশ যাদব

কথায় বলে, গোবলয়ের ভোট ব্যাঙ্ক যাঁর দখলে তাঁর রাস্তা সংসদে প্রবেশের ক্ষেত্রে সুগম। আর এই গোবলয়কে ২০১৯ ভোটে কার্যত পাখির চোখ করে রেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, গোবলয়ের ভোট ব্যাঙ্ক যাঁর দখলে তাঁর রাস্তা সংসদে প্রবেশের ক্ষেত্রে সুগম। আর এই গোবলয়কে ২০১৯ ভোটে কার্যত পাখির চোখ করে রেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল। ভোট উত্তাপের মধ্যেই এদিন মোদীর বিরুদ্ধে ' চাওয়াবলা বনাম দুধওয়ালা'র তত্ত্ব নিয়ে হাজির উত্তরপ্রদেশের 'বাবুয়া' সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব।

মোদী চাওয়ালা হলে আমরা দুধওয়ালা, উত্তরপ্রদেশের মঞ্চ থেকে গর্জে উঠে কী বললেন অখিলেশ

উত্তরপ্রদেশের বাইথোলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ বলেন,'মোদী যদি চাওয়ালা হন,তাহলে আমরা দুধওয়ালা। আর দুধ ছাড়া চা তৈরি হয়না। ' উত্তরপ্রদেশের আজমগড়ে নিজের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এক জনসভায় এমনই বলেন অখিলেশ যাদব। পাশাপাশি, অখিলেশের প্রশ্ন , যদি বিএসপি এসপি জোটহবে মোদী 'মহাভেজাল' জোট বলেন, তাহলে এনডিএর ৩৮ টি পার্টির জোটকে তিনি কী বলবেন?

[আরও পড়ুন: ভোটের মাঝেই বড় ধাক্কা! দলে গুন্ডারাজের কথা বলে দলত্যাগ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার][আরও পড়ুন: ভোটের মাঝেই বড় ধাক্কা! দলে গুন্ডারাজের কথা বলে দলত্যাগ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার]

উল্লেখ্য, উত্তর প্রদেশের বুকে এদিন ২৪ বছর বাদে এককালের যুযুধান প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টির মুলাময় সিং ও বিএসপি সুপ্রিমো মায়াবতী জনসভা করতে চলেছেন। আর ত ঘিরে এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশের বুকে চড়ছে পারদ।

[আরও পড়ুন: 'ভাই' রাহুলের বিরুদ্ধে মুখ খুলে কোন কথা বলে ফেললেন বরুণ! রাজীবপুত্রের বিরুদ্ধে সঞ্জয়পুত্রের চরম তোপ][আরও পড়ুন: 'ভাই' রাহুলের বিরুদ্ধে মুখ খুলে কোন কথা বলে ফেললেন বরুণ! রাজীবপুত্রের বিরুদ্ধে সঞ্জয়পুত্রের চরম তোপ]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে][আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
Chaiwala vs doodhwala: Akhilesh Yadav's battlecry in Azamgarh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X