For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে শুরু 'চায়ে পে চর্চা উইথ নমো'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
গান্ধীনগর, ১২ ফেব্রুয়ারি: বুধবার থেকে শুরু হচ্ছে 'চায়ে পে চর্চা উইথ নমো' অভিযান। ভোটারদের আরও কাছে পৌঁছতে এবার চায়ের দোকানে বসে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন নরেন্দ্র মোদী। আমেদাবাদের একটি চায়ের দোকান থেকে এর সূচনা হচ্ছে।

রাজনীতিতে আসার আগে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। এ নিয়ে কংগ্রেস বারবার তাঁকে তাচ্ছিল্য করেছে। কিন্তু সেই 'চাওয়ালা' পরিচয়কে পুঁজি করে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সচেষ্ট হয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, আগামী দু'মাসে সারা দেশের ২৭টি রাজ্যের ৩০০ শহরের ১০০০ চায়ের দোকানে বসবেন নরেন্দ্র মোদী। শুধু গুজরাতেই ২২টি শহরের ৬১টি চায়ের দোকানে বসবেন বিজেপি-র এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী। চা খেতে খেতে শুনবেন মানুষের অভাব-অভিযোগ। এর ফলে স্বাভাবিকভাবেই 'ঘরের লোক' হয়ে উঠতে চলেছেন তিনি। এই নির্বাচনী প্রচারাভিযান সরাসরি দেখানো হবে টিভি-তে। বিজেপি-র হাইটেক কর্মীরা মুহূর্তে মুহূর্তে টুইট করে মানুষকে জানাবেন এ ব্যাপারে। এর ছবিও আপলোড করে দেওয়া হবে ফেসবুকে। ফেসবুকে নরেন্দ্র মোদীর যে নিজস্ব পেজ রয়েছে, সেখান থেকে গুণমুগ্ধরা তা শেয়ার করে নিজেদের টাইম লাইনে পোস্ট করতে পারবেন।

English summary
Chai Pe Charcha with NaMo begins today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X