(ছবি) শতাব্দী সেরা নবকলেবর রথযাত্রা শুরু হল পুরীতে
ভুবনেশ্বর, ১৮ জুলাই : রথযাত্রা বলতেই প্রথমেই যে জায়গাটির কথা মনে পড়ে তা হল পুরী। আজ শনিবার শুরু হয়ে গেল শতাব্দীর সর্ববৃহদ রথযাত্রা। এবছর নবকলেবর উৎসব। প্রায় ৩০ লক্ষ মানুষ জড়ো হয়েছেন এখানে। দর্শনার্থীদের জন্য ৩০টি অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে শহরে।
পুরীর হাসপাতালগুলিতেও অস্থায়ী স্থাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে।
পুরীতে জনসমুনামী নামবে আর সে জন্যই এই জায়গাটি সন্ত্রাসবাদীদের টার্গেট হওয়ার সম্ভাবনাও প্রবল। আর তাই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভুবনেশ্বরের এই জেলাকে। ১৬৪ পল্টন পুলিশ এবং ১২ জন সুপারিন্টেন্ডন্ট পুলিশ, ৩০ জন এএসপি পর্যায়ের আধিকারিক রয়েছেন অনুষ্ঠানের তদারকিতে। ১৬০টি সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। এছাড়াও গোটা বিষয়টির দিকে নজর রেখেছে আধা সামরি বাহিনী।
পুরীর রথযাত্রার কিছু মুহুর্তের ছবি দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

নবকলেবর উৎসব
: রথযাত্রা বলতেই প্রথমেই যে জায়গাটির কথা মনে পড়ে তা হল পুরী। আজ শনিবার শুরু হয়ে গেল শতাব্দীর সর্ববৃহদ রথযাত্রা। এবছর নবকলেবর উৎসব।

জনসমুদ্র
প্রায় ৩০ লক্ষ মানুষ জড়ো হয়েছেন এখানে। দর্শনার্থীদের জন্য ৩০টি অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে শহরে।

অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে
পুরীর হাসপাতালগুলিতেও অস্থায়ী স্থাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে।

সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা
পুরীতে জনসমুনামী নামবে আর সে জন্যই এই জায়গাটি সন্ত্রাসবাদীদের টার্গেট হওয়ার সম্ভাবনাও প্রবল। আর তাই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভুবনেশ্বরের এই জেলাকে।

নিরাপত্তা ব্যবস্থা
১৬৪ পল্টন পুলিশ এবং ১২ জন সুপারিন্টেন্ডন্ট পুলিশ, ৩০ জন এএসপি পর্যায়ের আধিকারিক রয়েছেন অনুষ্ঠানের তদারকিতে। ১৬০টি সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। এছাড়াও গোটা বিষয়টির দিকে নজর রেখেছে আধা সামরি বাহিনী।

আহমেদাবাদ
১৩৮ তম রথযাত্রা উপলক্ষে আহমেদাবাদে জগন্নাথদেবের মঙ্গলারতি করছেন গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল।