For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও শেয়ার আম আদমিকে বেচে টাকা তুলবে সরকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শেয়ার
নয়াদিল্লি, ১০ জুলাই: এই বাজেটেই হয়তো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার বড় পুঁজিপতিদের বিক্রি করার প্রস্তাব রাখা হবে, এমন আশঙ্কা ব্যক্ত করেছিল অনেক মহল। কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে অর্থমন্ত্রী অরুণ জেটলি বুঝিয়ে দিলেন, এমন পথে সরকার হাঁটছে না। বরং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণে বিক্রি করবে সরকার!

অরুণ জেটলি জানান, ২০১৮ সালের ভিতর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে দু'লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা দরকার। এই টাকার সংস্থান করার লক্ষ্যে শেয়ার বিক্রি করা ছাড়া উপায় নেই। কিন্তু বেসরকারি ব্যাঙ্ক বা পুঁজিপতি নয়, কিছু পরিমাণ শেয়ার সরকার বিক্রি করে দেবে সাধারণ মানুষকে। এর ফলে টাকা তোলা যেমন সহজ হবে, তেমনই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও বেশি শেয়ারের মালিক হতে পারবে আম আদমি। অরুণ জেটলি পরে সাংবাদিকদের বলেন, "সরকারি ব্যাঙ্ক মানে জনগণের ব্যাঙ্ক। আমরা চাই, সাধারণ মানুষ আরও বেশি করে এর মালিকানা পান।" পাশাপাশি তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও স্বশাসন দিতে চায় সরকার। এর ফলে বিভিন্ন সিদ্ধান্ত তারা নিতে পারবে স্বাধীনভাবে। তবে স্বশাসন যাতে স্বেচ্ছাচার হয়ে না দাঁড়ায়, সেই জন্য অর্থ মন্ত্রকের কাছে দায়বদ্ধ রাখার ব্যবস্থা করা হবে তাদের।

এই মুহূর্তে ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা হল ২৭টি। এর মধ্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও তার সহযোগী ব্যাঙ্কগুলির সংখ্যা ছ'টি। ভারতীয় স্টেট ব্যাঙ্ক ছাড়াও দেশে যে উল্লেখযোগ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রয়েছে, সেইগুলি হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনাইটেড ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইত্যাদি। সব ব্যাঙ্কের শেয়ারই সরকার পর্যায়ক্রমে আম আদমিকে বিক্রি করবে।

English summary
Centre will sell more shares of public sector banks to common people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X