For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় করের উপর রাজ্যগুলির অনুদান পাওয়ার সীমা বাড়াল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় করের উপর রাজ্যের অনুদান পাওয়ার অধিকার নজিরবিহীনভাবে বাড়িয়ে দিল চতুর্দশ অর্থ কমিশন। এর ফলে রাজ্যগুলি আর্থিক দিক দিয়ে অনেক সুবিধাজনক অবস্থানে থাকবে বলেই আশা করছে কেন্দ্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, "চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মেনে আগামী অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় কর বাবদ আয়ের ৪২% রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেবে কেন্দ্র।" এর সঙ্গে অনুদান ও অন্যান্য আর্থিক সহযোগিতা যোগ করলে কেন্দ্রের আয়ের অর্ধেকের কাছাকাছি অর্থ চলে যাবে রাজ্যগুলির কোষে।

এতদিন কেন্দ্রীয় কর বাবদ রাজ্যগুলির হাতে যা অনুদান আসত, তার ৩২ শতাংশ রাজ্যগুলির মধ্যে বিলি করত কেন্দ্র। এর আগে অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যগুলির জন্য বরাদ্দ বাড়ানো হলেও এবারের বৃদ্ধি নজিরবিহীন বলেই ব্যাখ্যা অর্থনীতির কারবারিদের।


এতদিন কর বাবদ কেন্দ্রের হাতে যা অনুদান আসত, তার ৩২ শতাংশ রাজ্যগুলির মধ্যে বিলি করত কেন্দ্র। এর আগে অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যগুলির জন্য বরাদ্দ বাড়ানো হলেও এবারের বৃদ্ধি নজিরবিহীন বলেই ব্যাখ্যা অর্থনীতির কারবারিদের।

কমিশনের হিসেব অনুযায়ী, চলতি অর্থবর্ষে কেন্দ্র রাজ্যগুলির জন্য মোট ৩ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। আগামী অর্থবর্ষে এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫ লক্ষ ২৬ হাজার কোটি টাকাতে।

আগামী অর্থবর্ষে অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫ লক্ষ ২৬ হাজার কোটি টাকাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রের হাতে আগের তুলনায় কম অর্থ থাকলেও, রাজ্যগুলি বেশি সাহায্য পাবে। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নানা খাতে তা খরচ করতে পারবে। এর আগে যোজনা কমিশন ভেঙে 'নীতি আয়োগ' তৈরির পিছনে মোদীর জানিয়েছিলেন, দিল্লিতে বসে তৈরি করা একটাই উন্নয়নের মডেল সব রাজ্যের ক্ষেত্রে খাটে না।

তাছাড়া লোকসভা ভোটের সময় থেকেই রাজ্যের হাতে আরও বেশি আর্থিক ক্ষমতা ও কেন্দ্র-রাজ্যের পারস্পরিক সহযোগিতার কথা ঘোষণা করেছিলেন মোদী। ফলে সেইদিক থেকে প্রধানমন্ত্রীর ভাবনাকেই একপ্রকার সিলমোহর দিল অর্থ কমিশন।

English summary
Centre will now have to give a lot more of its tax to states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X