For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় কেন্দ্রের নতুন পদক্ষেপ, ট্রেনের কামরাতেই এবার আইসোলেশন ওয়ার্ড

এক্সপ্রেস ট্রেনের কোচগুলিকে এবার আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। এব্যাপারে রেলমন্ত্রীর সঙ্গে রেলের জোনাল ম্যানেজার ও ডিভিশনাল ম্যানেজারদের বৈঠকে বিষয়টি ওঠে

  • |
Google Oneindia Bengali News

এক্সপ্রেস ট্রেনের কোচগুলিকে এবার আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। এব্যাপারে রেলমন্ত্রীর সঙ্গে রেলের জোনাল ম্যানেজার ও ডিভিশনাল ম্যানেজারদের বৈঠকে বিষয়টি ওঠে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে টুইটও করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে নতুন চিন্তা ভাবনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকেই প্রস্তাব হিসেবে উঠে আসে রেলের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের কথা।

রেলমন্ত্রীর ভিডিও কনফারেন্স

রেলমন্ত্রীর ভিডিও কনফারেন্স

সূত্রের আরও খবর ওইদিনই রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলবোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজারদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

টুইটারের অভিনব উদ্যোগের কথা জানান রেলমন্ত্রী

টুইটারের অভিনব উদ্যোগের কথা জানান রেলমন্ত্রী

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রেলমন্ত্রকের অভিনব উদ্যোগের কথা জানিয়ে টুইট করেছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, রেল ট্রেনের কোচকেই আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তিত করেছে।

কীভাবে কাজ করবে

কীভাবে কাজ করবে

কোনও জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হলে সেখানকার নিকটবর্তী স্টেশনে এই ট্রেন নিয়ে যাওয়া হবে। আইসোলেশন ওয়ার্ড ছাড়াও ট্রেনে থাকছে মেডিক্যাল স্টোর, আইসিইউ-এর মতো পরিষেবা।

(ছবি সৌজন্য: রেলমন্ত্রীর টুইটার)

English summary
Centre wants to use Railway coaches as isolation wards to prevent spread of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X