For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎপাদন ১০ গুন বাড়লেও রাজ্যগুলিকে প্রাণদায়ী রেমডেসিভির সরবরাহ করবে না কেন্দ্র

উৎপাদন ১০ গুন বাড়লেও রাজ্যগুলিকে প্রাণদায়ী রেমডেসিভির সরবরাহ করবে না কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

এক মাসে উৎপাদন বেড়েছে ১০ গুন। তবু রাজ্যগুলিকে প্রাণদায়ী রেমডেসিভির সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে এ কথা জানিয়েছেন। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে পারে বলে আশঙ্কা করছে দেশের রাজনৈতিক মহল। কেন এমন পদক্ষেপ করছে কেন্দ্র, তা জেনে নেওয়া যাক।

রেমডেসিভিরের উৎপাদন বেড়েছে ১০ গুন

শনিবারের টুইটে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, ১১ এপ্রিল প্রতিদিন দেশে রেমডেসিভিরের ৩৩ হাজার ভায়াল উৎপাদন করা হত। এক মাসের মধ্যে ওই প্রাণদায়ী ওষুধের উৎপাদন ১০ গুন বেড়েছে বলে সন্তোষের সঙ্গে জানিয়েছেন মন্ত্রী। মে মাসের শেষে এসে তিনি লিখেছেন যে বর্তমানে দেশে প্রতিদিন রেমডেসিভিরের ৩ লক্ষ ৫০ হাজার ভায়াল উৎপাদন করা হচ্ছে। ওই ওষুধ তৈরির জন্য দেশে প্ল্যান্টের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী মনসুখ।

রাজ্যকে রেমডেসিভির নয়

রাজ্যকে রেমডেসিভির নয়

রেমডেসিভিরের উৎপাদন ১০ গুন বাড়লেও তার মধ্যে কোনও অংশ রাজ্যের জন্য বরাদ্দ করা হবে না বলে জানিছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র এই ওষুধের অপচয় এবং কালো বাজারি বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী। তাঁর কথায়, কেবলমাত্র কোভিড ১৯ সংক্রামিত আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার হওয়ার কথা। কিন্তু অনেক রাজ্যে এই ওষুধ যথেচ্ছভাবে বিকোনে হচ্ছে বলেও জানিয়েছেন মনসুখ মান্ডভিয়া।

জরুরিকালীন অবস্থার জন্য তৈরি হচ্ছে কেন্দ্র

জরুরিকালীন অবস্থার জন্য তৈরি হচ্ছে কেন্দ্র

গত এক সপ্তাহে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও গাছাড়া ভাব দেখাতে চাইছে না কেন্দ্র। জরুরিকালীন অবস্থার জন্য তৈরি থাকতে অন্তত রেমডেসিভির সঞ্চয় করে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মনসুখ মান্ডভিয়া। শনিবারের টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে ৫০ লক্ষ রেমডেসিভিরের ভায়াল আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

ভারতে করোনা পরিস্থিতি

ভারতে করোনা পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১.৭৩ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৪৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন। গত একদিনে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারতে প্রায় ২ কোটি ৮০ লক্ষ কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২২ হাজারেরও বেশি মানুষ।

English summary
Centre to discontinue allocations of Remdesivir to States as supply surpasses demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X