For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৯৮ (এ) ধারার অপব্যবহার বন্ধে সংশোধনী আনছে কেন্দ্র

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পণ
নয়াদিল্লি, ২৭ জুলাই: ৪৯৮ (এ) ধারার অপব্যবহার হচ্ছে, কিছুদিন আগে এটা স্পষ্ট করে বলেছিল সুপ্রিম কোর্ট। পুলিশ প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা নিয়ে নিশ্চিত হলে তবেই যেন অভিযুক্তকে গ্রেফতার করে, তাও বলা হয়েছিল। সেই পর্যবেক্ষণকে সম্মান জানিয়ে এ বার ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৯৮ (এ) ধারায় বদল আনতে চলেছে কেন্দ্র। কোনও বিবাহিত মহিলা কায়েমি স্বার্থে ভুয়ো অভিযোগ আনলে তাঁকে কারাবাস ভোগ করতে হবে। দিতে হবে জরিমানাও।

আইন মন্ত্রকের দাবি, এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। সেই ভিত্তিতে খসড়া বিল প্রণয়ন করে পরবর্তী সময়ে সংসদে পেশ ও পাশ করানো হবে। আশা করা যায়, লোকসভার শীতকালীন অধিবেশনে সংশোধনী প্রস্তাব আনা সম্ভব হবে। বর্তমান আইন অনুযায়ী, কোনও মহিলা স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনেছেন, এটা প্রমাণ হলে বড় জোর মামলাটি বন্ধ হয়ে যায়। অভিযোগকারিণীর শাস্তি হয় না। এ বার যে বিধি সংযোজিত হচ্ছে, তাতে বলা হবে, আদালতে অভিযোগ ভুয়ো প্রমাণিত হলে সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে পাল্টা মামলা শুরু করতে পারবে পুলিশ। ওই মামলার ভিত্তিতে দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট মহিলাকে কারাদণ্ড দেওয়া হবে। আইন সংশোধনের উদ্দেশ্য হল, মিথ্যা মামলায় ফেঁসে যাঁদের সামাজিক সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, তাঁদের কিছুটা সুরাহা করা।

একই সঙ্গে প্রণপ্রথা নিবারণ আইনের সঙ্গে প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কিছু ধারাকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তাতে শ্বশুরবাড়িতে নির্যাতিতাদের সুবিচার পেতে সুরাহা হবে। জাতীয় মহিলা কমিশনের মতে, যুক্তিযুক্ত আইন প্রণীত হলে তাদের কোনও আপত্তি নেই। ইদানীং যেভাবে প্রণপ্রথা নিবারণ আইনের অপব্যবহার করছে কিছু মেয়ে, তাতে বরং চিন্তিত মহিলা কমিশন।

English summary
Centre to change anti-dowry provisions to stop its growing misuse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X