For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা আধিকারিকদের অবসর ও পেনশন নীতিতে আসছে বড়সড় রদবদল? জেনে নিন খুঁটিনাটি

সেনা আধিকারিকদের অবসর ও পেনশন নীতিতে বড়সড় পরিবর্তনের ভাবনা কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেনা আধিকারিকদের অবসর ও পেনশন সংক্রান্ত বিষয়ে বড়সড় রদবদল আনার প্রস্তাব দিল কেন্দ্র সরকারের সারিক বিষয়ক মন্ত্রক। সূত্রের খবর, ওই প্রস্তাবেই মেয়াদ ফুরোনোর আগে অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের পেনশন ছাঁটাইয়ের জন্য একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে বলেও খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রস্তাব সম্বলিত চিঠিকে নিয়ে শুরু হয়েছে জোর আলোড়ন।

কতটা বাড়ছে সেনা আধিকারিকদের কর্মজীবনের মেয়াদ

কতটা বাড়ছে সেনা আধিকারিকদের কর্মজীবনের মেয়াদ

সূত্রের খবর, নয়া প্রস্তাবে বিভিন্ন সেনা আধিকারিকদের অবসর বয়স বাড়ানোর ক্ষেত্রেও একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। কর্নেল পদপর্যাদার আধিকারিকদের ক্ষেত্রে আগে যেখানে এই বয়স ছিল ৫৪, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫৭। ব্রিগেডিয়ারদের ক্ষেত্রে তা বাড়িয়েছে ৫৬ থেকে ৫৮ করা হয়েছে। মেজর জেনারেলদের ক্ষেত্রে তা ৫৮ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছে বলে খবর।

ঠিক কী পরিকল্পনা করা হয়েছে পেনশন কাটছাঁটের বিষয়ে ?

ঠিক কী পরিকল্পনা করা হয়েছে পেনশন কাটছাঁটের বিষয়ে ?

অন্যদিকে ২০-২৫ বছর কর্মরত থাকার পরে কোনো সেনা আধিকারিক অবসর নিতে চাইলে তিনি তাঁর প্রাপ্য পেনশনের ৫০ শতাংশ অর্থরাশি পাবেন বলে বর্তমান প্রস্তাবে বলা হয়েছে। ২৬-৩০ বছর বহাল থেকে অবসর নিলে পেনশন মিলবে ৬০ শতাংশ। অন্যদিকে ৩১ থেকে ৩৫ বছর পর্যন্ত কাজ করলে মিলবে ৭৫ শতাংশ পেরাশন। অন্যদিকে যারা পূর্ণ সময় কাজ করবেন তারা পুরো পেনশন পাবেন বলেও জানানো হয়েছে।

বিপিন রাওয়াতের সমালোচনায় মুখর নেটিজেন মহল

বিপিন রাওয়াতের সমালোচনায় মুখর নেটিজেন মহল

এদিকে ২৯ অক্টোবরে সামরিক বিষয়ক বিভাগের তরফে লেখা ওই চিঠির আসল সূত্র কী তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই চিঠির সত্যতা যাচাই করা হয়েছে একাধিক মিডিয়া হাউসের তরফে। কিন্তু তা সামনে আসতেই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনালের বিপিন রাওয়াতের সমালোচনায় মুখর হয়েছে নেটিজেন মহল। এমনকী এই পদক্ষেপের জন্য মিমারদেরও আক্রমণের মুখেও পড়েছেন এই বরিষ্ঠ সেনা আধিকারিক।

১০ নভেম্বর কেন্দ্রের কাছে চূড়ান্ত খসড়া জমা

১০ নভেম্বর কেন্দ্রের কাছে চূড়ান্ত খসড়া জমা

নয়া প্রস্তাব মোতাবেক আগামী ১০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সংশোধিত অবসর ও পেনশন নীতির খসড়া জমা দিতে চলেছে সামরিক বিষয়ক বিভাগ বা ডিএমএ। তবে বর্তমান প্রস্তাবের বাইরে রাখা হয়েছে সেনাবাহিনীর মেতক্যাল ও নার্সিং বিভাগকে। অন্যদিকে অবসর নীতি সংস্কারের প্রস্তাবগুলি নৌ-সেনা ও বায়ুসেনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

অমিত শাহ নাটক করতে এসেছেন, বললেন ফিরহাদ! সৌগতের মুখে 'দিবাস্বপ্ন' কটাক্ষ অমিত শাহ নাটক করতে এসেছেন, বললেন ফিরহাদ! সৌগতের মুখে 'দিবাস্বপ্ন' কটাক্ষ

English summary
centre thinks about major change in retirement and pension policy of army officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X