For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিনেশনে CoWIN পোর্টালে আধার কার্ড বাধ্যতামূলক নয়, স্পষ্ট জানাল কেন্দ্র

করোনা ভ্যাকসিনেশন নেওয়ার জন্যে আধার কার্ড দেওয়ার কোনও বাধ্যতামূলক নয়। আজ সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই তথ্য দিল কেন্দ্রীয় সরকার। CoWIN-পোর্টালে আধার কার্ড ছাড়াও ভ্যাকসিন নেওয়ার জন্যে রেজিস্ট্রেশন করা সম্ভব। আর তা করতে যে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিনেশন নেওয়ার জন্যে আধার কার্ড দেওয়ার কোনও বাধ্যতামূলক নয়। আজ সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই তথ্য দিল কেন্দ্রীয় সরকার। CoWIN-পোর্টালে আধার কার্ড ছাড়াও ভ্যাকসিন নেওয়ার জন্যে রেজিস্ট্রেশন করা সম্ভব। আর তা করতে যে কোনও একটি পরিচয়পত্র জমা দিলেই হবে।

সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র

ভ্যাকসিনেশনের জন্যে আধার কার্ড একমাত্র পরিচয় পত্র হিসাবে গৃহীত হয় কো-উইন অ্যাপে। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয়। আজ সুপ্রিম কোর্টে সেই মামলার নিস্পত্তি হল।

এদিন বিচারপতি D Y Chandrachud এবং বিচারপতি Surya Kant-এর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেখানেই পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। বলা হয়, টিকাকরনের জন্যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মাধ্যমেই CoWIN-পোর্টাল কিংবা অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে।

শুধু মাত্র আধার কার্ডই একমাত্র মান্যতা পাবে তা ঠিক নয় বলেও সুপ্রিমো কোর্টের কাছে বিষয়টি পরিস্কার ভাবে জানানো হয়। অন্যদিকে শুনানিতে বিচারপতি D Y Chandrachud এবং বিচারপতি Surya Kant-এর ডিভিশন বেঞ্চে সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড নেই বলে কোনও ব্যক্তি করোনার টিকা পাবে না সেটা যেন না হয়। এই বিষয়টিকে কড়া ভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, সম্প্রতি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। আবেদনে আবেদনকারী দাবি করেন যে CoWin-অ্যাপে শুধুমাত্র আধার কার্ডের বিষয়েই তথ্য চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, আধার কার্ড না থাকার কারণে তাঁকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন আবেদনকারী।

এই সংক্রান্ত বিষয়েই কেন্দ্রের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য তলব করা হয়। অন্যদিকে শুনানি চলাকালীনই স্বাস্থ্যমন্ত্রকের এক সচিব একটি চিঠি দেন, যেখানে মহারাষ্ট্রের একটি ভ্যাকসিনেশন কেন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। যেখানে বৈধ পাসপোর্ট থাকা স্বত্বেও আবেদনকারীকে করোনা ভ্যাকসিনেশন থেকে বঞ্চিত করা হয়। তবে এদিন বিস্তারিত সওয়াল-জবাব শেষে মামলার নিস্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে এদিন সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে বিনা আইডি কার্ডে প্রায় ৮৭ লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা সরকারের বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহলমহল। অন্যদিকে করোনা ভাইরাস রুখতে যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে সরকারের তরফে ।

English summary
Centre tells Supreme Court that Aadhaar card is not mandatory for CoWin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X