কালো টাকা: ৬২৭ জনের নাম সুপ্রিম কোর্টকে দিল কেন্দ্র

আরও পড়ুন: কালো টাকা: তিনজনের নাম জানাল কেন্দ্র, তালিকায় ডাবর কর্তা
ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে, তিনি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বতন ইউপিএ সরকারের পথ ধরে কেন্দ্র। তারা গড়িমসি করতে থাকে। এর জেরে অগ্নিশর্মা সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জিজ্ঞাসা করে, কেন তারা কালো টাকার মালিকদের মাথায় ছাতা ধরছে? আদালতের এই মনোভাবের পরও শৈথিল্য দেখালে জনমনে ভুল বার্তা যেতে পারে বলে বুঝতে পারে সরকার। তাই অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁর মন্ত্রকের অফিসারদের নির্দেশ দেন, নামগুলি আদালতকে জানাতে। সেই মতো এ দিন ৬২৭ জনের নামের তালিকা শীর্ষ আদালতের হাতে পেশ করে কেন্দ্র।
অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগির দাবি, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের কাছ থেকে নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে নামগুলি পাওয়া গিয়েছে। চুক্তি অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার আগে নামগুলি জনসমক্ষে প্রকাশ করা যাবে না বা কালো টাকার মালিকদের শাস্তি দেওয়া যাবে না। চুক্তি না মানলে ওই দেশগুলি ভবিষ্যতে আর কোনও সহযোগিতা করবে না। তাই সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে তিনি আবেদন করেছেন, 'সিট' তদন্ত শেষ না করা পর্যন্ত নামগুলি গোপন রাখা হোক। এ কথা শুনে বিচারপতিরা বলেন, ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তার আগে ৩০ নভেম্বরের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে 'সিট' বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে।
মুকুল রোহতাগি আরও বলেন, ভবিষ্যতে আরও নাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলিও সুপ্রিম কোর্টকে জানানো হবে।
৬২৭ জনের তালিকায় কার কার নাম রয়েছে, সেটা নিয়েই এখন জল্পনা তুঙ্গে উঠেছে।