For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি-র বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ কেন্দ্রের, আরটিআই আবেদনে ফাঁস তথ্য

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর নিয়ে বিজ্ঞাপন দিতে কেন্দ্র সরকারের খরচ হয়েছে ১৩২.৩৮ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর নিয়ে বিজ্ঞাপন দিতে কেন্দ্র সরকারের খরচ হয়েছে ১৩২.৩৮ কোটি টাকা। শুধু প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিতে সরকারের রাজকোষ থেকে সিংহভাগ টাকা গিয়েছে বলে জানা গিয়েছে এক আরটিআই আবেদনের ভিত্তিতে জবাবদিহি রিপোর্টে।

জিএসটি-র বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ কেন্দ্রের

আউটডোর মিডিয়ায় বিজ্ঞাপনে সরকার ৫ কোটি টাকার বেশি খরচ করেছে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে বিজ্ঞাপনের জন্য নেওয়া হয়েছিল। গত ৯ অগাস্ট আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের জবাবে কেন্দ্র এই তথ্য জানিয়েছে। ফলে প্রিন্ট মিডিয়ায় খরচ হয়েছে ১২৬ কোটি ৯৩ লক্ষ ৯৭ হাজার ১২১ টাকা। সবচেয়ে আশ্চর্যের, ইলেকট্রনিক মিডিয়ার খরচের হিসাব 'শূন্য' দেখানো হয়েছে।

২০১৭ সালের ১ জুলাই জিএসটি বলবৎ হয়। কেন্দ্র ও রাজ্যের কর মিলিয়ে এক নতুন কর ব্যবস্থা বলবৎ হয়েছে। সব ধরনের পরোক্ষ কর, পরিষেবা কর, ভ্যাট সহ সমস্ত লেভি এতে ধরা হয়েছে।

জিএসটি বলবৎ হওয়ার পর কেন্দ্র ও রাজ্য মিলিয়ে অগাস্টে প্রভিশনাল সেটলমেন্টে ১২ হাজার কোটি আয় হয়েছে। এছাড়া কেন্দ্রের জিএসটিতে ৩৬, ৯৬৩ কোটি ও রাজ্যের জিএসটিতে ৪১, ১৩৬ কোটি আয় হয়েছে। তবে খরচের বহর নিয়ে বিরোধীরা যে কেন্দ্রকে আক্রমণ শানাতে ছাড়বে না, তা নিশ্চিত বলা যায়।

English summary
Centre spent more than Rs 100 crore on advertisement for GST, reveals RTI Query
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X