For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যত বিতর্কিত বিষয়ই হোক, আলোচনাতেই মিটবে - সরকারের সঙ্গে সংঘাতে নেই, বুঝিয়ে দিলেন নয়া গভর্নর

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সরকারই দেশের অর্থনীতির নিয়ন্ত্রক ও নীতি নির্ধারক, আরবিআইকে তাদের সঙ্গে আলোচনা করতেই হবে।

  • |
Google Oneindia Bengali News

যত বিতর্কিত বিষয়ই হোক না কেন তা আলোচনার মাধ্যমেই মেটাতে চান রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর শক্তিকান্ত দাস। উর্জিত প্য়াটেলের পদত্যাগের একদিন পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যাতেই পরবর্তী গভর্নর হিসাবে নাম ঘোষণা করা হয় শক্তিকান্ত দাসের। মোদি সরকারের সঙ্গে আরবিআই-এর সংঘাতের খবর প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করেন উর্জিত।

যত বিতর্কিত বিষয়ই হোক, আলোচনাতেই মিটবে - সরকারের সঙ্গে সংঘাতে নেই, বুঝিয়ে দিলেন নয়া গভর্নর

বুধবারই আরবিআই-এর গভর্নর হিসাবে প্রখথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শক্তিকান্ত। আর সেখানেই তিনি বুঝিয়ে দিলেন সরকারের সঙ্গে সংঘাতের পথে তিনি যাবেন না। তিনি জানান, সরকার কেবল আরবিআই-এর একজন স্টেকহোল্ডার নয়, তারাই দেশের অর্থনীতির নিয়ন্ত্রক ও নীতি নির্ধারক। তাই সরকার ও আরবিআই-এর মধ্যে খোলামেলা ঐআলোচনা হওয়া প্রয়োজন বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন বৃহস্পতিবারই তিনি পাবলিক সেক্টর ব্য়াঙ্কের এমডি ও চিফ এক্সিকিউটিভদের সঙ্গে আলোচনায় বসবেন। আরবিআইয়ের আওতায় মোট ১১টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক রয়েছে। এনপিএ ও ব্য়াড লোনের মাত্রা কমানোর জন্য উর্জিত প্য়াটেলের রিজার্ভ ব্যাঙ্ক এই ব্য়াঙ্কগুলিকে বেশ দ্রুত গ্রহনীয় সংশোধনী ব্যবস্থা (প্রম্ট কারেকটিভ অ্যাকশন) নেওয়ার নির্দেশ দিয়েছিল। যা ছিল মোদী সরকারের সঙ্গে উর্জিতের আরবিআই-এর সংঘাতের অন্যতম প্রধান কারণ।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে 'চৌকিদার' হলেন শিবরাজ সিং চৌহান! ১০৯ বিধায়ক নিয়েই দিলেন হুমকি][আরও পড়ুন: মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে 'চৌকিদার' হলেন শিবরাজ সিং চৌহান! ১০৯ বিধায়ক নিয়েই দিলেন হুমকি]

কাজেই স্বাভাবিক ভাবেই প্রশ্নটা চলে আসে যে, নয়া গভর্নর ব্যাঙ্কগুলির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই পিসিএ নর্মগুলি শিথিল করার কথা ভাবছেন কিনা। এই প্রশ্নের কিন্তু সরাসরি কোনও উত্তর দিতে চাননি তিনি। কারণ তাঁর মতে এতে মিডিয়ার জমজমাট হেডলাইন ছাড়া লাভের লাভ কিছু হবে না। তিনি সব ইস্যু নিয়েই আলোচনার জন্য প্রস্তুত বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

[আরও পডুন: লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী ][আরও পডুন: লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী ]

তবে তিনি আরবিআই-এর পেশাদারিত্ব, মূল্যবোধ, ও স্বাধিকার রক্ষা করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

[আরও পড়ুন:নোট বাতিলের সময় 'দু'ধরনের কথা! আরবিআই-এ পুওর চয়েস শক্তিকান্ত, বলছেন বিশেষজ্ঞরা][আরও পড়ুন:নোট বাতিলের সময় 'দু'ধরনের কথা! আরবিআই-এ পুওর চয়েস শক্তিকান্ত, বলছেন বিশেষজ্ঞরা]

English summary
New RBI governor Shaktikanta Das has said, centre shapes economy, so RBI must discuss issues with it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X