For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ মোদী সরকারের! সুপ্রিমকোর্টের দ্বারস্থ কেন্দ্র

লোকসভা নির্বাচনের আগে ফের একবার উস্কে গেল অযোধ্যা ইস্যু। অযোধ্যা ইস্যুতে আরও একধাপ এগিয়ে গেল মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে ফের একবার উস্কে গেল অযোধ্যা ইস্যু। অযোধ্যা ইস্যুতে আরও একধাপ এগিয়ে গেল মোদী সরকার। এবার অযোধ্যায় অবিতর্কিত ফাঁকা জমি , জমির মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন নিয়ে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ মোদী সরকার।

অযোধ্যায় রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ মোদী সরকারের! সুপ্রিমকোর্টের দ্বারস্থ কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তরফে অযোধ্যার রামমন্দির সংক্রান্ত বিতর্কিত জমি বাদে বাকি ৬৭ এক জমি ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মোদী সরকার। ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের রায় অনুযায়ী ৬৭ একর জমির উপর রয়েছে স্থিতাবস্থা । এই স্থিতাবস্থা জারি করে এলাহাবাদ আদালত। আর সেই জমির উপর স্থিতাবস্থা তুলে নেওয়ার আবেদন শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে রামমন্দির ইস্যুতে রীতিমত পারদ চড়ছে জাতীয় রাজনীতিতে। এই ইস্যুতে বিজেপি সরকারের ওপরেও চাপ বাড়ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। আর তার জেরেই কেন্দ্র শীর্ষ আদালতের দ্বারস্থ বলে দাবি রাজনৈতিক মহলের।

English summary
The Central government on Tuesday moved Supreme Court seeking permission for the release of excess vacant land acquired around the disputed Ayodhya site. The Centre has urged that the surplus land be handed over to Ram Janmabhoomi Nyas, a trust formed to promote and oversee the construction of a temple in Ayodhya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X