For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

এইসব মানুষগুলোকে রাজ্যহীন কিংবা বিদেশি তকমা দেওয়া হবে না। এমন কি তাঁদের কোনও সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হবে না।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার অসমে প্রকাশিত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। সেই তালিকায় সেরাজ্যের প্রায় ১৯ লক্ষ বাসিন্দার নাম নেই। তবে এইসব তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। জানানো হয়েছে, এইসব মানুষগুলোকে রাজ্যহীন কিংবা বিদেশি তকমা দেওয়া হবে না। এমন কি তাঁদের কোনও সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হবে না।

 এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

এনআরসির চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকে শুধু বিরোধীরাই নন, অসম বিজেপির তরফ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়। রাষ্ট্র সংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্প গ্রান্ডি কেন্দ্রের কাছে বিষয়টি নিয়ে জানতে চান।

এরপরেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, এনআরসির তালিকা থেকে বাদ পড়া মানেই সুযোগ সুবিধা কিংবা অধিকার থেকে বঞ্চিত হওয়া নয়। এসব ক্ষেত্রে তার কোনও প্রভাবই পড়বে না বলে আশ্বস্ত করা হয়। যাঁদের নাম এনআরসির চূড়ান্ত তালিকায় নেই তাঁরা আগের মতোই অধিকার কিংবা সুযোগ সুবিধা পেতে থাকবেন বলেও জানানো হয়েছে।

সরকারের তরফ থেকে যাঁদের নাম চূড়ান্ত তালিকায় নেই তাঁদের জন্য আরও ২০০ টি ট্রাইবুনাল খোলার কথা জানানো হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন, যাঁদের নাম এনআরসির চূড়ান্ত তালিকায় নেই, তাঁরা সব ধরনের অধিকার ভোগ করবেন। তিনি জানিয়েছেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করেছে।

English summary
Centre says exclusion from the citizen's list in Assam will not make a person "stateless" or a "foreigner"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X