For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৪ সাল থেকে মোট কতজন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন, হিসাব দিল কেন্দ্র

২০১৪ সাল থেকে মোট কতজন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন, হিসাব দিল কেন্দ্র

Google Oneindia Bengali News

২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৭.২২ লক্ষ নিয়োগ করা হয়েছে। এই চাকরির জন্য ২২.০৫ কোটির বেশি আবেদন জমা পড়েছিল। বুধবার লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই পরিসংখ্যান প্রকাশ্যে এনেছেন।

সাত বছরে চাকরি নিয়োগের পরিসংখ্যান

সাত বছরে চাকরি নিয়োগের পরিসংখ্যান

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় জানিয়েছেন, ২০১৪-১৫ সাল থেকে ২০২১-২২ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে ৭,২২,৩১১ জনকে নিয়োগ করা হয়েছে। গত সাত বছরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দফতরে প্রায় সাত লক্ষ নিয়োগ করেছে। প্রতি বছর গড়ে প্রায় এক লক্ষ বেকার কেন্দ্র সরকারের চাকরি পেয়েছেন। জিতেন্দ্র সিংহের বিবৃতি অনুসারে ২০২২১-২২ সালে ৩৮,৫৫০ জন, ২০২০-২১ সালে ৭৮,৫৫৫ জন, ২০১৯-২০ সালে ১,৪৭,০৯৬ জন, ২০১৮-১৯ সালে ৩৮,১০০ জন, ২০১৭-১৮ সালে ৭৬,১৪৭ জন, ২০১৬-১৭ সালে ১,০১,৩৩৩ জন, ২০১৫-১৬ সালে ১,১১,৮০৭, ২০১৪-১৫ সালে ১,৩০,৪২৩ জনকে নিয়োগ করা হয়েছিল।

মন্ত্রীর দাবি কর্মস্থানের সুযোগ বাড়বে

মন্ত্রীর দাবি কর্মস্থানের সুযোগ বাড়বে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০২১-২২ সালে পাঁচ বছরের জন্য ১.৯৭ কোটি ব্যয়ের প্রোডাকশন লিঙ্কট ইনসেনটিভ (পিএলআই) নামের একটি প্রকল্প চালু করেছে। পিএলআই প্রকল্প বাস্তবায়নের জেরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্প বাস্তবায়িত করেছেন। এই প্রকল্পের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। এখানে স্টার্টআপের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। করোনা মহামারীতে সব থেকে প্রভাবিত হয়েছিলেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ী। মহামারী, লকডাউনের ফলে দেশের হকাররাও ক্ষতিগ্রস্থ হয়েছিলেন। তাঁদের সাহায্য করতেই প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার ফলে হকাররা তাঁদের ব্যবসা পুনরায় চালু করতে পারবেন। ২০২০ সালে অক্টোবর থেকে ভারত রোজগার যোজনা প্রকল্প চালু করা হয়। সেখানেও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রকল্প কেন্দ্র সরকার বাস্তবায়িত করছে। যার ফলে কর্মসংস্থানের একটা বড় দিক খুলবে বলেও তিনি মন্তব্য করেছেন।

বিরোধীদের অভিযোগ

বিরোধীদের অভিযোগ

গত সাত বছরে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি। মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, টাকার দামের ক্রমাগত পতনের পাশাপাশি বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগোড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ২০১৪ সালে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, মোদী সরকার আসার পরে কোনও বছরে দুই লক্ষ চাকরি কেন্দ্র দিতে পারেনি।

পরিষেবায় বারে বারে বাধা, স্পাইসজেটকে নিয়ে বড় সিদ্ধান্ত DGCA-রপরিষেবায় বারে বারে বাধা, স্পাইসজেটকে নিয়ে বড় সিদ্ধান্ত DGCA-র

English summary
Centre said that more than 7.22 lakh got government job during 2014-22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X