For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেমিকন্ডাক্টরের ঘাটতি মেটাতে ৭৬ হাজার কোটির উদ্যোগ কেন্দ্রের

সেমিকন্ডাক্টরের ঘাটতি মেটাতে ৭৬ হাজার কোটির উদ্যোগ কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

ডিজিটাল যুগে সেমিকন্ডাক্টর ঠিক কতটা প্রয়োজনীয়, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে একটা বড় পরিমাণ সেমিকন্ডাক্টর বাইরের দেশ থেকে কিনতে বাধ্য হত ভারত। তবে আর নয়, এবার দেশেই সেমিকন্ডাক্টর প্রস্তুতির উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে ৭৬ হাজার কোটি টাকার উদ্যোগের কথা ঘোষণা করল কেন্দ্র৷

সেমিকন্ডাক্টরের ঘাটতি মেটাতে ৭৬ হাজার কোটির উদ্যোগ কেন্দ্রের

এই প্রসঙ্গটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবারই বৈঠকে বসেছিলেন উচ্চ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে জানানো হয়, ভারত সরকার ডিসপ্লে বোর্ড এবং সেমিকন্ডাক্টর (অর্ধ পরিবাহী) বানানোর জন্য ৭৬ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা করেছে। অশ্বিনী বলেন, ' অর্ধ-পরিবাহী তৈরির জন্য সম্পূর্ণ ব্যবস্থাপনা করতে চায় কেন্দ্রীয় সরকার। ডিজাইন, ফ্যাব্রিকেশন থেকে শুরু করে প্যাকেজিং, টেস্টিং! সমস্ত কিছুই এই ব্যবস্থাপনার অঙ্গ থাকবে। আত্মনির্ভর হওয়ার দিকে ভারতের যাত্রাকে আরও সুদৃঢ় করবে এই পদক্ষেপ। এই ৭৬হাজার কোটি টাকার ভর্তুকি ছ'বছর ধরে দেওয়া হবে। আগামী দু'বছরে ২০টি অর্ধপরিবাহী ইউনিট বসাতে চায় সরকার।'

কম্পিউটার থেকে শুরু করে অটোমোবাইল ক্ষেত্র, মোবাইল ফোন, সমস্ত ক্ষেত্রেই সিলিকন নির্মিত এই চিপগুলি অপরিহার্য। এগুলি আদতে তৈরি হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে। সাম্প্রতিককালে প্রায় প্রত্যেকটি উন্নত কিংবা উন্নয়নশীল দেশের সরকার এই বস্তুগুলিকে বানানোর দিকে ধ্যান দিয়েছে৷ যত দিন যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠছে। ব্লুটুথ কানেক্টেড স্পিকার-হেডফোন থেকে শুরু করে গাড়িচালককে পথ দেখানো হেল্প সিস্টেম! সবটাই হচ্ছে এই অর্ধ পরিবাহীর ওপর ভর করে৷ বাদ গেল না ভারত সরকারও। সময়ের দাবি বুঝে তারাও এই ক্ষেত্রটিতে বিপুল অঙ্কের ভর্তুকি ঘোষণা করল।

বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, সরকারের এই ভর্তুকির ফলেই বহু সংস্থা অর্ধ পরিবাহী তৈরিতে আগ্রহ প্রকাশ করবে। ফ্যাক্টরি বানানো থেকে শুরু করে বাকি সমস্ত খুঁটিনাটি বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সেমি কন্ডাক্টর ল্যাবরেটরির নবীকরণ এবং উন্নয়নে জোর দেবে৷

English summary
Centre's 76,000 crore initiative to meet the shortage of semiconductors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X