For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'ফাঁস'-এ রাহুল! মহিলা সংরক্ষণ বিলের পাল্টা 'শর্ত' মোদীর দলের

মহিলা সংরক্ষণ বিলের পাল্টা হিসেবে তিন তালাক বিল ও নিকাহ হালালা নিয়ে জাতীয় দল হিসেবে কংগ্রেসের অবস্থান জানতে চাইল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

  • |
Google Oneindia Bengali News

সংসদে বাদল অধিবেশন শুরুর আগে সোমবার মহিলা বিলের অবস্থান জানতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাল্টা হিসেবে তিন তালাক বিল ও নিকাহ হালালা নিয়ে জাতীয় দল হিসেবে কংগ্রেসের অবস্থান জানতে চাইল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

বিজেপির ফাঁস-এ রাহুল! মহিলা সংরক্ষণ বিলের পাল্টা শর্ত মোদীর দলের

রাহুল গান্ধীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সেখানে বলা হয়েছে, ভারতীয় মহিলাদের সমানাধিকার ও প্রতিনিধিত্বের জন্য বিজেপি ও কংগ্রেসের কাছাকাছি আসা জরুরি।

সরকারের তরফে রাহুল গান্ধীকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দুদলের তরফেই সংসদের উভয়কক্ষে মহিলা সংরক্ষণ বিল এবং তিন তালাক বিল পাশ করানো উচিত। একইসঙ্গে নিকাহ হালালা বন্ধে উদ্যোগী হওয়ার কথাও বলা হয়েছে। জাতীয় দল হিসেবে মহিলাদের অধিকার নিয়ে দুধরনের মতবাদ থাকা উচিত নয় বলেও চিঠিতে মন্তব্য করা হয়েছে।

যদিও মহিলা সংরক্ষণ বিল নিয়েও প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। যা অটলবিহারী বাজপেয়ী-র প্রথম এনডিএ সরকারের সময় প্রস্তাব দেওয়া হলেও, ইউপিএ শাসনের সময় তা পাশ করানো যায়নি বলেও দাবি করেছেন প্রসাদ।

তাঁর দেওয়া চিঠিতে প্রসাদ বলেছেন, সরকার মহিলা বিলে সমর্থন নিয়ে রাহুলের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, বিলটি ইউপিএ সরকার লোকসভায় কেন তিনবছর ফেলে রেখেছিল। রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, যদি কংগ্রেস ও তার সহযোগী দলগুলি বিলটিকে সমর্থন করত এবং অধিবেশন চলতে দিত তাহলে আগেই তা পাশ হয়ে যেত।

English summary
Centre put forth a new deal over the passage of the Women's Reservation Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X