For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে আদেশ পুনর্বিবেচনার আর্জি! সর্বোচ্চ আদালতে হলফনামা কেন্দ্রের

রাফালে মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দাখিল করল কেন্দ্র। এদিন কেন্দ্রের তরফে মামলায় আদেশের পুনর্বিবেচনার বিরোধিতা করা হয়।

Google Oneindia Bengali News

রাফালে মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দাখিল করল কেন্দ্র। এদিন কেন্দ্রের তরফে মামলায় আদেশের পুনর্বিবেচনার বিরোধিতা করা হয়। কেন্দ্রের তরফে অভিযোগ, আবেদনকারীরা ফের তদন্ত প্রক্রিয়া শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার জানিয়েছে, সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কয়েকজনের ব্যক্তিগত উপলব্ধির ওপর ফের তদন্ত শুরুর আবেদন খারিজ করে দিয়েছে।

রাফালে নিয়ে আদেশ পুনর্বিবেচনার আর্জি! সর্বোচ্চ আদালতে হলফনামা কেন্দ্রের

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে হলফনামা দাখিল করেছেন, প্রতিরক্ষামন্ত্রকের এক যুগ্মসচিব। তিনি বলেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এবং অন্যরা মামলা ফের শুরুর জন্য যে আবেদন দাখিল করেছেন, তা গ্রহণযোগ্য নয়। হলফনামায় বলা হয়েছে, আবেদনকারীদের দাবি যেন গ্রহণ করা না হয়। এই আবেদন বাতিল করার জন্য হলফনামায় বলা হয়েছে।

সরকারের তরফ থেকে রাফালে নিয়ে ১০ এপ্রিলের সর্বোচ্চ আদালতের আদেশ নিয়ে প্রশ্ন তুলেছে। অবৈধভাবে পাওয়া গোপন নথি দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে মনে করছে সরকার।

কেন্দ্র আদালতকে জানিয়েছে, ভারত সস্তায় রাফালে জেট পেয়েছে। ২০১৮-র ডিসেম্বরের আদেশে সুপ্রিম কোর্ট ৩৬ টি রাফালে কেনায় চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছিল।

[আরও পড়ুন:সেনা মোদীজির ব্যক্তিগত সম্পত্তি নয়! ফের মোদীকে বিতর্কের আহ্বান রাহুলের][আরও পড়ুন:সেনা মোদীজির ব্যক্তিগত সম্পত্তি নয়! ফের মোদীকে বিতর্কের আহ্বান রাহুলের]

সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে বলেছিল, ডিসেম্বরে রাফালে নিয়ে যে আদেশ দেওয়া হয়েছিল, তার রিভিউ নিয়ে সরকারের অবস্থান জানাতে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি, যশবন্ত সিনহা এবং আইনজীবী প্রশান্তভূষণ ২০১৮-র ১৪ ডিসেম্বরের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন।

[আরও পড়ুন: ৭ দিন ধরে চিন্তা ছিল! ফণী নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের][আরও পড়ুন: ৭ দিন ধরে চিন্তা ছিল! ফণী নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের]

English summary
The government on Saturday filed a fresh affidavit in the Supreme Court in the Rafale case, opposing reopening of the whole matter by contending that the petitioners were attempting to get "a fishing and roving inquiry ordered".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X