For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার এক জাতি, এক বেতন দিবস! বামেদের দাবি নিয়ে 'সহমত' কেন্দ্র

উদ্দেশ্য শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করা। সেই জন্যই নয়া ভাবনা মোদী সরকারের। শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় এবার এক জাতি এক বেতন দিবস ঘোষণা করতে চায় মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্

  • |
Google Oneindia Bengali News

উদ্দেশ্য শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করা। সেই জন্যই নয়া ভাবনা মোদী সরকারের। শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় এবার এক জাতি এক বেতন দিবস ঘোষণা করতে চায় মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।

আইন পাশের পথে সরকার

আইন পাশের পথে সরকার

পুরো ভারতেই বিভিন্ন সেক্টরে একই দিনে বেতনের ব্যবস্থা করতে চায় সরকার। যাতে শ্রমজীবী মানুষ সময় মতো বেতন পায়। সেই জন্যই আইন পাশ করাতে চায় মোদী সরকার।

অভিন্ন ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে চায় সরকার

অভিন্ন ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে চায় সরকার

শ্রমমন্ত্রী একইসঙ্গে জানিয়েছেন, সারা দেশে অভিন্ন ন্যূনতম মজুরির ঠিক করতে চায় সরকার। যা শ্রমিকদের উন্নত জীবনযাপনে সাহায্য করবে বলে মনে করেন শ্রমমন্ত্রী। প্রসঙ্গত অভিন্ন মজুরির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে দেশের বামদলগুলি। বামেদের অবশ্য দাবি অভিন্ন ন্যূনতম মজুরি করতে হবে ১৮ হাজার টাকা।

সংসদে পাশ বেতন কোড

সংসদে পাশ বেতন কোড

কেন্দ্রীয় সরকার পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের শর্তাদি(ওএসএইচ) কোড এবং মজুরি সম্পর্কিত কোড বাস্তবায়নের পথে রয়েছে। সংসদ ইতিমধ্যেই মজুরি সংক্রান্ত কোডটি পাশ করেছে এবং এর বাস্তবায়নের জন্য বিধি তৈরি করেছে। ওএসএইচ কোড লোকসভায় পেশ করা হয়েছিল ২০১৯-এর ২৩ জুলাই। এর ফলে স্বাস্থ্য, সুরক্ষা ও কাজের শর্ত নিয়ে ১৩ টি কেন্দ্রীয় শ্রম আইন একসঙ্গে হয়ে যাবে।

দিতেই হবে নিয়োগ পত্র

দিতেই হবে নিয়োগ পত্র

ওএসএইচ কোডে যেসব উদ্যোগগুলি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে আবশ্যিকভাবে যে কোনও শ্রমিককে অবশ্যই নিযোগপত্র দিতে হবে। পাশাপাশি বাৎসরিক মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করতে হবে।

'ধারাবাহিক শ্রম আইন সংস্কার করছে মোদী সরকার'

'ধারাবাহিক শ্রম আইন সংস্কার করছে মোদী সরকার'

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন, ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকে মোাদী সরকার ধারাবাহিকভাবে শ্রম আইন সংস্কারের কাজ করে চলেছে। কেন্দ্রীয় সরকার ৪৪ টি জটিল শ্রম আইন সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

English summary
Centre is planning to introduce One Nation One Pay system, announces Labour Minister Santosh Gangwar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X