For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎই কাশ্মীরের বাড়ানো হচ্ছে সেনার সংখ্যা! পদক্ষেপ নিয়ে জল্পনা

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা জোরদার করতে আরও ১০ হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা জোরদার করতে আরও ১০ হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে। সম্প্রতি রাজ্য সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারপরেই বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অজিত দোভালের সফরের পরেই বাড়তি নিরাপত্তা

অজিত দোভালের সফরের পরেই বাড়তি নিরাপত্তা

সম্প্রতি দুদিনের সফরে কাশ্মীরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপরেই সেখানে বাড়তি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, তিনি সেখানে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আইনশৃঙ্খলা নিয়েও তাঁর সঙ্গে আলোচনা হয়। বর্তমানে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।

বাড়তি বাহিনী নিয়ে রাজ্য পুলিশের ডিজি

বাড়তি বাহিনী নিয়ে রাজ্য পুলিশের ডিজি

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, বাড়তি বাহিনীর জন্য তারা আবেদন জানিয়েছিলেন। উত্তর কাশ্মীরের জন্য এই বাহিনী চাওয়া হয়েছে। তিনি বলেছেন, উত্তর কাশ্মীরে কম সেনা রয়েছে। সেই জন্যই বাড়তি বাহিনীর প্রয়োজন। ১০০ কোম্পানি বাহিনীকে সেখানে পাঠানো হচ্ছে।

বাড়তি বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি বাড়াতে এবং কাশ্মীরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এই বাহিনী মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকা বাহিনীকে বিমানে জম্মু ও কাশ্মীর পাঠানো হচ্ছে।

আগেও কাশ্মীরে বাড়তি বাহিনী

আগেও কাশ্মীরে বাড়তি বাহিনী

সম্প্রতি অমরনাথ যাত্রার জন্য ৪০ হাজার অতিরিক্ত বাহিনী সেখানে পাঠানো হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিমানে করে উপত্যকায় পাটানো হয়। সেই সময় সরকার জানিয়েছিল এপ্রিল-মে মাসের লোকসভা নির্বাচনের জন্য এই বাহিনী পাঠানো হচ্ছে। এরপরেই সেখানে জামাত-ই-ইসলামির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের নেতা ও কর্মীদের ধড়পাকড় করা হয়।

English summary
Centre is moving 10,000 troops of the paramilitary forces to Jammu and Kashmir after Ajit Doval's visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X