For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মডেল দেশের ৪ শহর, স্থান নেই কলকাতার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ৪ শহরকে মডেল ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে দুটি বিজেপি শাসিত রাজ্যের শহর। শহরগুলি হল জয়পুর, ইন্দোর, চেন্নাই এবং বেঙ্গালুরু।

Google Oneindia Bengali News

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ৪ শহরকে মডেল ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে দুটি বিজেপি শাসিত রাজ্যের শহর। শহরগুলি হল জয়পুর, ইন্দোর, চেন্নাই এবং বেঙ্গালুরু। মহামারীকে নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিকে শুরু করার ক্ষেত্রে এইশহরগুলি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।

বাংলায় ফের বজ্রবিদ্যুৎ-সব ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন বৃষ্টি, জেনে নিনবাংলায় ফের বজ্রবিদ্যুৎ-সব ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন বৃষ্টি, জেনে নিন

বিভিন্ন পুরসভার সঙ্গে কথা

বিভিন্ন পুরসভার সঙ্গে কথা

গত কয়েকদিনে কেন্দ্র দেশের বিভিন্ন পুরসভার সঙ্গে বৈঠক করেছে। তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করা হয়েছে। বেশি সংখ্যক আক্রান্তকে কাজ করার পাশাপাশি মৃত্যুর হারকে কোন কোন শহর কম রাখতে পেরেছে, সেই বিষয়গুলিও দেখা হয়।

 ৪ শহরকে নির্বাচন

৪ শহরকে নির্বাচন

বেশি সংখ্যক সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় জয়পুর ও ইন্দোর এবং মৃত্যুর সংখ্যা কম রাখতে পারায় চেন্নাই ও বেঙ্গালুরুকে নির্বাচিত করা হয়েছে। ইন্দোর ও জয়পুর ঘরে ঘরে গিয়ে সার্ভে করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে ইন্ডোর গলি তস্য গলির নজরদারির জন্য বিশেষ দল গঠন করেছিল। জয়পুরে নির্দিষ্ট সংখ্যক মুদির দোকান কংবা সবজির দোকান খএালা ছিল। যার ফলে সংক্রমণ ছড়ানোয় কিছু বাধা দেওয়া গিয়েছে। সারা দেশে যেখানে মৃত্যুর হার ৩ শতাংশের মতো, সেখানে চেন্নাই ও বেঙ্গালুরুতে মৃত্যুর হার ১ শতাংশের মতো।

অনেক শহরের পরিস্থিতি খারাপ

অনেক শহরের পরিস্থিতি খারাপ

দেশের অনেক পুরসভা এলাকায় করোনা পরিস্থিতি যথেষ্টই খারাপ। খুবর অল্প সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। মৃত্যুর সংখ্যায় দেশের নিরিখে কোনও কোনও শহরের মৃত্যুর হারও বেশ বেশি।

English summary
Centre indentifies Jaipur, Indore, Chennai, Bengaluru as model cities for Covid-19 handling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X