For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা অনেক চাকরি দিয়েছি, উল্লেখ নেই তার', দাবি কেন্দ্রীয় মন্ত্রীদ্বয়ের

গত পাঁচ বছরে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার সারা দেশে অনেক কাজের সুযোগ তৈরি করতে পেরেছে।

  • |
Google Oneindia Bengali News

গত পাঁচ বছরে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার সারা দেশে অনেক কাজের সুযোগ তৈরি করতে পেরেছে। তবে বিভিন্ন তথ্য ভাণ্ডারে তার যথাযথ উল্লেখ করা হয়নি। এমনই দাবি করলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রকাশ জাভরেকর।

আমরা অনেক চাকরি দিয়েছি, উল্লেখ নেই তার, দাবি কেন্দ্রীয় মন্ত্রীদ্বয়ের

সিআইআই এর একটি ওয়ার্কশপে কর্মসংস্থান নিয়ে বলতে উঠে দুজনে এই দাবি করেছেন। গোয়েল বলেন, পারফরম্যান্স ভালো না করেও চাকরির নিরাপত্তা সরকারি কাজের সবচেয়ে বড় গুণ। তবে অন্য ক্ষেত্রের কাজকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। একধাপ এগিয়ে মানবসম্পদ মন্ত্রী জাভরেকর বলেছেন, কেউ নিজে বেকার থাকলে তাকে কর্মসংস্থানের সুযোগ নেই বলে দোষ দেওয়া উচিত নয়।

রেলের সামান্য কয়েকটি পদে কাজের জন্য দেড় কোটি আবেদন পত্র জমা পড়েছিল। তার মানে এই নয় যে দেশে প্রচুর বেকার রয়েছেন। এই ধরনের ঘটনাকে প্রচার করা বেশি উচিত নয়। বলছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

[আরও পড়ুন: লুট হল মায়াবতীর জন্মদিনের পেল্লাই কেক! দেখুন ভিডিও ][আরও পড়ুন: লুট হল মায়াবতীর জন্মদিনের পেল্লাই কেক! দেখুন ভিডিও ]

সরকারি চাকরির প্রতি ভারতীয়দের টান যেন সংষ্কার হয়ে গিয়েছে। সকলে মনে করেন, সরকারি চাকরি পাওয়া মানেই জীবন সুরক্ষিত। যদি ভালো কাজ নাও করেন, তাও চাকরি অক্ষুণ্ণ থাকবে।

[আরও পডুন:'সাহস থাকলে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান', খোলা চ্যালেঞ্জ অধীরের][আরও পডুন:'সাহস থাকলে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান', খোলা চ্যালেঞ্জ অধীরের]

জাভরেকরের দাবি, অসংগঠিত ক্ষেত্রের হিসাব সঠিকভাবে পাওয়া যায় না। মহিলারা নিজেদের ইচ্ছেয় কাজ করেন না। এদের তাহলে কীভাবে বেকার বলা যায়? কেন স্নাতকোত্তর পাশ করার পরও যুবকরা ঝাড়ুদারের পোস্টে আবেদন করছেন সেটাও বোঝা বেশ কষ্টকর বলে জাভরেকর মন্তব্য করেছেন।

[আরও পডুন: সিবিআই থেকে অলোক বর্মাকে সরানো প্রসঙ্গে মোদীকে চমকালেন খারগে ][আরও পডুন: সিবিআই থেকে অলোক বর্মাকে সরানো প্রসঙ্গে মোদীকে চমকালেন খারগে ]

English summary
Centre has provided enough jobs in the last five years, claims Union minister Piyush Goyal and Prakash Javadekar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X