For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কাজটি না করলে ৩১ ডিসেম্বরের পর মিলবে না সরকারি সুযোগ

উপভোক্তাদের আধার কার্ড না থাকলে কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত স্কিমে কোনওরকম সাহায্য পাওয়া যাবে না। পরবর্তী বছরের শুরু থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

উপভোক্তাদের আধার কার্ড না থাকলে কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত স্কিমে কোনওরকম সাহায্য পাওয়া যাবে না। পরবর্তী বছরের শুরু থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। সব রাজ্যগুলিকেই আধার যুক্ত করার ব্যাপারে ৩১ ডিসেম্বরের সময়সীমা দিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত কেন্দ্রের ২৮ টি স্কিম রয়েছে।

এই কাজটি না করলে ৩১ ডিসেম্বরের পর মিলবে না সরকারি সুযোগ

কেন্দ্র জানিয়েছে, স্কিমগুলির মাধ্যমে যাঁরা উপকৃত হন, তাঁদের কাছেই প্রযুক্তির মাধ্যমে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। রাজ্যগুলিতে দেওয়া নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, আধারের মাধ্যমে ডেটা বেস তৈরি করে, যাঁরা এই তালিকায় সুযোগ পাওয়ার অধিকারী নন, তাদের নাম থাকলে, তা সরিয়ে দিতেও বলা হয়েছে।

এখনও পর্যন্ত কেন্দ্রের স্পনসর করা ২৮ টি স্কিম রয়েছে। এর মধ্যে স্কলারশিপ, জননী সুরক্ষা যোজনা, ধনলক্ষ্মী স্কিমের মতো কোনও কোনওটির পুরো টাকাই দেয় কেন্দ্র। কেন্দ্রের স্পনসর করা স্কিমগুলির টাকা সরাসরি আসে কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রক থেকে। যার প্রয়োগ করে রাজ্য সরকারগুলি।

অর্থমন্ত্রক থেকে দেওয়া নির্দেশিকায় সবকটি মন্ত্রককে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

English summary
Funds will not be released for centrally sponsored schemes(css) if the Aadhaar number of the beneficiaries is not seeded from next year. The Centre has directed all state governments to complete the process of seeding Aadhaar number by December 31. The Centre sponsors 28 schemes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X