For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোড়োল্যান্ডের দাবি খতিয়ে দেখতে কমিটি গড়ল কেন্দ্র

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বোড়োল্যান্ড
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি: অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গান তৈরির প্রস্তাব সংসদে পাশ হওয়ার পর এ বার অসম ভেঙে বোড়োল্যান্ড রাজ্য তৈরি করতে চাইছে কেন্দ্র। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব গোপালকৃষ্ণ পিল্লাইকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দিক খতিয়ে দেখে ন'মাসের ভিতর রিপোর্ট জমা দেওয়ার।

বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, তেলেঙ্গানা রাজ্য তৈরি হলে আলাদা রাজ্যের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে ফের আন্দোলন শুরু হবে। দেখা যাচ্ছে, সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। কারণ গোর্খা নেতারা আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দিল্লিতে দরবার শুরু করে দিয়েছেন। মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ রাজ্যের দাবিতে শুরু হয়েছে আন্দোলন। এই পরিপ্রেক্ষিতে বোড়োল্যান্ডের দাবি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার গোপালকৃষ্ণ পিল্লাইকে নিয়ে এক সদস্যের কমিটি গড়ায় অদূর ভবিষ্যতে জটিলতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বিশ্বস্ত সূত্রের খবর, বোড়ো ছাড়াও গোপালকৃষ্ণ পিল্লাই অসমের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বোড়ো অধ্যুষিত এলাকাগুলিকে নিয়ে আলাদা রাজ্য গড়লে আর্থিকভাবে তা কতটা লাভজনক হবে, তা যাচাই করবেন। বোড়ো সাংসদ বিশ্বজিৎ দাইমারি জানান, প্রস্তাবিত বোড়োল্যান্ড রাজ্যে ৭০টি বিধানসভা আসন এবং তিনটি লোকসভা আসন পড়বে। এখন বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) বছরে ৩৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ পায়। নতুন রাজ্য তৈরি হলে এটা বাড়িয়ে বছরে ছ'হাজার কোটি টাকা করতে হবে। প্রস্তাবিত বোড়োল্যান্ড এলাকার জনসংখ্যা এখন ৩২ লক্ষ। তাই এই বিপুল সংখ্যক মানুষের উন্নয়নে ওই টাকা দরকার বলে দাবি করেন তিনি।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করে একটি বোড়ো প্রতিনিধি দল। তাতে ছিলেন সাংসদ এস কে বিশ্বমুতিয়ারি, বিশ্বজিৎ দাইমারি, হাগরামা মোহিলারি প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী এঁদের দাবি বিবেচনার আশ্বাস দেন।

বোড়োল্যান্ড ছাড়াও অসম ভেঙে আলাদা কার্বি আংলং রাজ্য গড়া যায় কি না, তাও খতিয়ে দেখছে কেন্দ্র।

English summary
Centre forms Pillai Committee to study Bodoland demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X